শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৮:৪৮ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদরঘাটে লঞ্চে আগুনের গুজব, পুরোনো ভিডিওতে বিভ্রান্তি ছড়াচ্ছে

দেশজুড়ে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়াচ্ছে আরেকটি খব ‘সদরঘাটে লঞ্চে আগুন’। ভিডিওসহ অনেকে দাবি করছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের পর এবার নাকি সদরঘাটে লঞ্চে আগুন লেগেছে। 
 
তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি সরাসরি গুজব বলে জানানো হয়েছে। সদরঘাট নদী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হৃদয় হাওলাদার জানান, সদরঘাট লঞ্চ টার্মিনালে আজ কোনো লঞ্চে আগুনের ঘটনা ঘটেনি। অনলাইনে প্রচারিত ভিডিওটি আসলে দুই বছর আগের একটি ঘটনার বলে নিশ্চিত করেছেন তিনি। 
 
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর মাসে সদরঘাটের লালকুঠি ঘাটে ময়ূর-৭ নামের একটি যাত্রীবাহী লঞ্চে আগুন লাগে। তখন লঞ্চটি ঘাটে বাঁধা অবস্থায় ছিল, এবং ভেতরে কেউ ছিলেন না। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে এবং কোনো প্রাণহানি ঘটেনি। 
 
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, সাম্প্রতিক বিমানবন্দর ও অন্যান্য এলাকায় আগুনের ঘটনাগুলোর পর অনেকে পুরোনো ভিডিও বা ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এতে আতঙ্ক তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে।সংশ্লিষ্ট সূত্র জানায়, সদরঘাট ও আশপাশের এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। লঞ্চ চলাচল স্বাভাবিক আছে, কোথাও আগুনের ঘটনা ঘটেনি।
 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জনগণকে আহ্বান জানানো হয়েছে—যাচাই-বাছাই ছাড়া পুরোনো ছবি বা ভিডিও প্রচার না করতে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়