শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২৮ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহবাগ মোড়ে ব্যাটারি চালিত রিক্সার নিচে চাপা পড়ে নারীর মৃত্যু

মোস্তাফিজ : শাহবাগ মোড়ে চার বছর বয়সী মেয়েকে বাঁচাতে গিয়ে ব্যাটারি চালিত রিক্সার নিচে চাপা পড়ে তানিয়া বেগম (৩০) গৃহিণীর মৃত্যু হয়েছে।  মৃতার মেয়ের শিশুটির নাম তাসফিয়া(৪)। সোমবার দুপুর দুইটার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। 

গুরুতর আহত অবস্থায় পথচারী আরিফুল ইসলাম সহ কয়েকজন তানিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক সোমবার রাত সাড়ে সাতটার দিকে মৃত ঘোষণা করেন।

মৃতার  স্বামী হাসিবুর রহমান ও  স্বামীর চাচাএস এম এ কাইয়ুম বলেন, তানিয়ার স্বামী পিজি হাসপাতালের অফিস সহায়ক। আজিমপুরের ভাড়া বাসা থেকে দুপুরে তানিয়া তার ছোট মেয়ে তাসফিয়াকে নিয়ে পিজি হাসপাতালের মোড়ে আসছিলেন। 

সে সময় শাহবাগ মোরে মা ও মেয়ে দাঁড়িয়েছিল সেখানে দ্রুতগতির একটি ব্যাটারি চালিত রিকশা আসতে থাকে সে সময় তানিয়া মেয়ে তাসফিয়াকে সরাতেই ওই রিক্সাটি তার উপর দিয়ে চালিয়ে দেয় এতে ওই রিক্সার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় তানিয়া। 

পরে সেখান থেকে তাকে পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এসে ভর্তি করান সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ মোঃ ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মৃতা তানিয়া বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার কাহালপুর গ্রামের হাসিবুর রহমানের স্ত্রী। তার বাবার নাম স্কেনদার সরকার।  বর্তমানে আজিমপুরে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। এক ছেলে দুই মেয়ের জননী ছিলেন তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়