শিরোনাম
◈ জি এম কাদেরকে গ্রেপ্তারে প্রধান উপদেষ্টাসহ ৬ জনকে আইনি নোটিশ ◈ বাজারে সয়াবিন তেলের সংকট নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ◈ আমরা সকল দলকে নিয়ে সরকার গঠন করতে চাই : তারেক রহমান ◈ আসাদের বাসভবনে ঢুকে লুটপাট চালাচ্ছে জনতা ◈ পরীক্ষা হলে অসুস্থ ১৫ ছাত্রী ; ক্ষোভে শিক্ষকদের পেটালেন অভিভাবকরা ◈ ভারতকে চরম শিক্ষা দিয়ে যুব এশিয়া কাপ ধরে রাখলো বাংলাদেশ ◈ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার শনাক্তে ফেসবুকের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ◈ কমেছে পেঁয়াজের দাম, একদিনে ভারত থেকে এলো ১১৭১ টন পেঁয়াজ ◈ খেলাপি ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, বিজিএমইএর সভায় ব্যবসায়ীদের ক্ষোভ ◈ ভারতের বিরুদ্ধে প্রতিবাদ জোরালো হচ্ছে, মিথ্যা প্রচার বন্ধের দাবি

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২৮ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৪, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহবাগ মোড়ে ব্যাটারি চালিত রিক্সার নিচে চাপা পড়ে নারীর মৃত্যু

মোস্তাফিজ : শাহবাগ মোড়ে চার বছর বয়সী মেয়েকে বাঁচাতে গিয়ে ব্যাটারি চালিত রিক্সার নিচে চাপা পড়ে তানিয়া বেগম (৩০) গৃহিণীর মৃত্যু হয়েছে।  মৃতার মেয়ের শিশুটির নাম তাসফিয়া(৪)। সোমবার দুপুর দুইটার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। 

গুরুতর আহত অবস্থায় পথচারী আরিফুল ইসলাম সহ কয়েকজন তানিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক সোমবার রাত সাড়ে সাতটার দিকে মৃত ঘোষণা করেন।

মৃতার  স্বামী হাসিবুর রহমান ও  স্বামীর চাচাএস এম এ কাইয়ুম বলেন, তানিয়ার স্বামী পিজি হাসপাতালের অফিস সহায়ক। আজিমপুরের ভাড়া বাসা থেকে দুপুরে তানিয়া তার ছোট মেয়ে তাসফিয়াকে নিয়ে পিজি হাসপাতালের মোড়ে আসছিলেন। 

সে সময় শাহবাগ মোরে মা ও মেয়ে দাঁড়িয়েছিল সেখানে দ্রুতগতির একটি ব্যাটারি চালিত রিকশা আসতে থাকে সে সময় তানিয়া মেয়ে তাসফিয়াকে সরাতেই ওই রিক্সাটি তার উপর দিয়ে চালিয়ে দেয় এতে ওই রিক্সার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় তানিয়া। 

পরে সেখান থেকে তাকে পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এসে ভর্তি করান সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ মোঃ ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মৃতা তানিয়া বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার কাহালপুর গ্রামের হাসিবুর রহমানের স্ত্রী। তার বাবার নাম স্কেনদার সরকার।  বর্তমানে আজিমপুরে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। এক ছেলে দুই মেয়ের জননী ছিলেন তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়