শিরোনাম
◈ ৭টি হত্যা মামলায় ৩৯ জন অভিযুক্ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হলো আজ ◈ আবা‌রো মেসি ম্যাজিক, আবা‌রো ইন্টার মায়ামির বড় ব্যবধানে জয় ◈ মাতৃগর্ভ রিজার্ভ করে জন্মের পর শিশু বিক্রি, পুলিশের জালে ইন্দোনেশিয়ার পাচার চক্র ◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাইফুন উইফা! ◈ পিআর পদ্ধতি নিয়ে বিতর্ক, পক্ষে-বিপক্ষে কারা ◈ ভারত-পাকিস্তান লেজেন্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ বা‌তিল হ‌লো রাজনৈতিক বৈ‌রিতায় ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের মধ্যস্থতায় যুদ্ধ‌বির‌তি‌তে সম্মতি ইসরায়েল ও সিরিয়ার ◈ গোপালগঞ্জ ইস্যুতে আওয়ামী লীগ সংগঠনের হরতালের ডাক আজ ◈ নিয়ম ভেঙ্গে বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে যৌনতার ফাঁদ, ১০৩ কোটি টাকার ব্ল্যাকমেল কাণ্ডে ধরা ‘মিস গলফ’ সীকা (ভিডিও) ◈ যুদ্ধবিরতি সত্ত্বেও সিরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ছে!

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৭:৪০ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে বালুভর্তি ডাম্প ট্রাক চাপায় নৈশপ্রহরী নিহত

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর: [২] লক্ষ্মীপুরে বালুভর্তি ডাম্প ট্রাক চাপায় হাবিব নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। এ ঘটনায় ডাম্প ট্রাক ও চালক জাফরকে (২৪) আটক করেছে পুলিশ।

[৩] মঙ্গলবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের মাদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

[৪] নিহত হাবিব সুন্দরবন কুরিয়ার সার্ভিস লক্ষ্মীপুর শাখার নৈশপ্রহরী হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে। 

[৫] আটক জাফর সদর উপজেলার চর আলী হাসান গ্রামের নুরুল আমিনের ছেলে।

[৬] পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর সদরের মজু চৌধুরী হাট এলাকা থেকে একটি বালুভর্তি ট্রাক ঝুমুর এলাকায় যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী ট্রাকের সাথে ধাক্কা লেগে পড়ে যায়।  এতে ওই ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

[৭] লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় চালক ও ডাম্প ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়