মিজান লিটন, চাঁদপুর: [২] মঙ্গলবার বিকেল ৩টায় হাজীগঞ্জে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে গোগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
[৩] নিহতরা হলেন- হাজীগঞ্জ উপজেলার গোগরা গ্রামের বাহরাইন প্রবাসী মোজাম্মেল হোসেন ও তার স্ত্রী পিংকি আক্তার, অপর একজন সবুজ হোসেন।
[৪] জানা যায়, বাহরাইন প্রবাসি মোজাম্মেল ২ মাস আগে দেশে আসে। স্ত্রী নিয়ে ডাক্তার দেখাতে চাঁদপুরের উদ্দেশ্যে আরও যাত্রীসহ একটি সিএনজি অটোরিকশায় করে হাজিগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেয়ার পথে দুইজন নিহত হয়। এ সময় আহত হয় আরও দুইজন। স্থানীয়রা আহত দুই জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
[৬] হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ জানান, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :