শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২২, ০৯:১৬ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২২, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিজাব পরায় চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার নারীরা

হিজাব পরা নারী

ওয়ালিউল্লাহ সিরাজ : জার্মানি, নেদারল্যান্ডস ও স্পেনে চাকরির জন্য আবেদন করার সময় মাথার হিজাব পরা মুসলিম নারীরা অন্যদের তুলনায় বেশি বৈষম্যের শিকার হন। ডেইলি সাবাহ

নেদারল্যান্ডের ইউট্রেচ্ট ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও জার্মান সেন্টার ফর ইন্টিগ্রেশন অ্যান্ড মাইগ্রেশন রিসার্চ এই তিনটি বিশ্ববিদ্যালয় ইউরোপীয় শ্রমবাজার নিয়ে একটি গবেষণা করে। সেখানে উঠে এসেছে জার্মানি, নেদারল্যান্ড ও স্পেনে চাকরির আবেদন করার পর ধর্মীয় সংখ্যালঘু মুসলিম নারীরা অনেক বেশি বৈষম্যের শিকার হন। গবেষণার ফলাফল চলতি মাসের শুরুতে অক্সফোর্ডের একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

নিয়োগদাতা প্রতিষ্ঠান বা ব্যক্তিদের কাছে যে সিভিগুলো জমা হয়, সেগুলোর ছবিতে শুধু হিজাব পরা নারী আর হিজাব না পরা নারীদের মধ্যে অনেক বেশি বৈষম্য তৈরি করে। গবেষণায় দেখা গেছে, নেদারল্যান্ডে সিভি জমা দেওয়ার পর হিজাব পরা নারীদের ডাকা হয়েছে ৩৫ শতাংশ। আর হিজাব পরা ছাড়া নারীদের ডাকা হয়েছে ৭০ শতাংশ। সিভিতে হিজাব পরা ছবি দেওয়ার পর জার্মানিতে নারীদের ডাকা হয়েছে ২৫ শতাংশ। আর হিজাব না পরা নারীদের ডাকা হয়েছে ৫৩ শতাংশ। তবে নেদারল্যান্ড ও জার্মানির চেয়ে এ সমস্যা অনেক কম স্পেনে। 

গবেষণায় আরো বলা হয়েছে, জার্মানিতে মুসলিম নারীরা সিভি জমা দেওয়ার পর তাদের প্রায় অর্ধেককে কখনো কখনো ডাকা হয়। কিন্তু যারা হিজাব পরা তাদের ৭৫ শতাংশকে কিছুই বলা হয় না। 

গবেষণায় আরো বলা হয়েছে, মুসলিমরা অন্যদের তুলনায় অনেক বেশি শাস্তির সম্মুখীন হয়। মুসলমানরা রক্ষণশীল সমাজে বসবাস করতে পছন্দ করে। সেই সঙ্গে তারা লিঙ্গ ভেদে অনেক কার্যক্রম পার্থক্য করে। আর এটা ইউরোপীয় মূল্যবোধ ও পশ্চিমা সমাজের ধর্মনিরপেক্ষ জীবনধারার সাথে বিরোধপূর্ণ সমস্যা। সম্পাদনা: মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়