শিরোনাম
◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত ◈ ভারমুক্ত হলেন তারেক রহমান, দায়িত্ব পেলেন চেয়ারম্যান পদের ◈ সিআরআইয়ের মাধ্যমে ‘মুজিব ভাই’ সিনেমায় ব্যয় করা হয়েছে ৪২১১ কোটি

প্রকাশিত : ১৩ জুন, ২০২৪, ০৯:৩২ রাত
আপডেট : ১৫ জুন, ২০২৪, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছয় বীরকন্যাকে চেষ্টার পক্ষ থেকে সম্মাননা ও সহায়তা প্রদান 

সাজিয়া আক্তার: [২] মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত একটি সামাজিক সংগঠন ‘চেষ্টা’। এটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। মহান মুক্তিযুদ্ধকালে পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক পাশবিক নির্যাতনের শিকার হওয়া নারীদের সম্মান ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার মানসে 'চেষ্টা' নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবিত বীরাঙ্গনা তথা বীর কন্যাদের খুঁজে বের করে সামাজিকভাবে সম্মানিত করা, তাঁদের ও পরিবারের সদস্যদের জন্য বসত ঘর নির্মাণ করে দিয়ে, স্বাবলম্বী হবার জন্য গাভী দান করে, সেলাই মেশিন প্রদান করে 'চেষ্টা' দীর্ঘ ১৩ বছর অবদান রেখে চলেছে। এছাড়া দুস্থ মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য সহ সমাজের অনগ্রসর ও দরিদ্র নারীদেরকে ও 'চেষ্টা' আর্থিক সহায়তা প্রদান করে আসছে।

এরই ধারাবাহিকতায় ১২ জুন বিকেল চারটায় ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ছয়জন বীর কন্যাকে চেষ্টার পক্ষ থেকে সম্মাননা ও সহায়তা প্রদান করা হয়। 

ফুলপুর উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে ইউএনও’র সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 'চেষ্টা'র সম্মানিত সভাপতি লায়লা নাজনীন হারুন ও সাধারণ সম্পাদক দিলরুবা বেগম, সাংস্কৃতিক সম্পাদক শারমিনা রিনা, সদস্য গুলসান নাসরীন চৌধুরী, সাহনাজ মান্নান, রিফাত হোসেন, নাসিমা জামান এবং সাংবাদিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়