শিরোনাম
◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব

প্রকাশিত : ৩০ মে, ২০২৩, ০৫:৪৬ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৩, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তথ্যের জন্য ফেসবুক-গুগল-টিকটকের কাছে সরকারের অনুরোধ বাড়ছে

ফেসবুক-গুগল-টিকটক

মাজহারুল মিচেল: সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর গত বছরের ষান্মাসিক (জানুয়ারি থেকে জুনের) প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, এ প্লাটফর্মগুলোর ব্যবহারের বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাংলাদেশ সরকারের পোস্ট ও ভিডিও অপসারণ এবং ব্যবহারকারীর তথ্য জানতে অনুরোধও বেড়েছে।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার ২০২২ সালের জানুয়ারি থেকে জুনের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ সরকার ফেসবুকের কাছে এ বছর ১ হাজার ১৭১ জন ব্যবহারকারীর তথ্য চেয়েছে। সূত্র: ডেইলি ষ্টার (বাংলা ভার্সন)
সরকার এই ৬ মাসের মধ্যে ফেসবুকের কাছে ব্যবহারকারীদের তথ্যের জন্য ৬৫৯টি অনুরোধ পাঠিয়েছে। এর জবাবে ফেসবুক ৬৬ দশমিক শূন্য ১ শতাংশ ব্যবহারকারীর তথ্যের বিষয়ে সরকারের অনুরোধের উত্তর দিয়েছে।
এর আগে, ২০২১ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকার মোট ৫২৫টি অনুরোধ পাঠিয়েছিল। এর মধ্যে ফেসবুক কর্তৃপক্ষ ৬৬ দশমিক ৮৬ শতাংশের উত্তর দিয়েছিল। সূত্র: বাংলা ট্রিবিউন

২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের জন্য গুগল প্রকাশিত ট্রান্সপারেন্সি রিপোর্ট অনুযায়ী, সরকার টেক জায়ান্ট গুগলকে এই ৩ মাসে ইউটিউব থেকে ভিডিও ডিলিট করার জন্য ৭০৭টি অনুরোধ করেছে, যার মধ্যে মানহানির অভিযোগে ৪৪৫টি ও সরকারের সমালোচনার অভিযোগে ১৭৫টি ভিডিও ডিলিট করার অনুরোধ করা হয়েছে। 
এর আগে, সরকার ২০২১ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে এ ধরনের মোট ৫৯৯টি অনুরোধ পাঠিয়েছিল।
এদিকে চলতি মাসে প্রকাশিত টিকটকের ট্রান্সপারেন্সি প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সরকার ৩ হাজার ৮১৩টি আধেয় সরাতে টিকটকের কাছে অনুরোধ করেছে। এর মধ্যে টিকটক তাদের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে ১১৩টি ও স্থানীয় আইন ভঙ্গের দায়ে ১ হাজার ১৪২টি আধেয়ের বিষয়ে ব্যবস্থা নিয়েছে। এটিও তথ্য চেয়ে সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত করা সবচেয়ে বড় অনুরোধ। সূত্র: প্রথম আলো

এর আগে গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সরকার ১ হাজার ৯২৩টি আধেয় সরাতে টিকটকের কাছে অনুরোধ জানিয়েছিল। টিকটক নিজ উদ্যোগেও বাংলাদেশ থেকে আধেয় সরিয়ে থাকে। যেমন গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তারা ৪২ লাখ ৫৪ হাজার ৬৬৭টি ভিডিও সরিয়েছে। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএম/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়