শিরোনাম
◈ রাশিয়ার বন্ধু ও নিরপেক্ষ তালিকায় বাংলাদেশ ◈ ভিসানীতিতে সরকার বা আওয়ামী লীগ নয়, বিএনপিই চাপে: তথ্যমন্ত্রী ◈ ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৮৬৫  ◈ যারা নির্বাচনকে বাধা ও প্রশ্নবিদ্ধ করবে ভিসানীতিতে ক্ষতিটা তাদেরই: ওবায়দুল কাদের  ◈ ভিসানীতি সরকারের ১৫ বছরের অপকর্মের ফসল: মির্জা ফখরুল  ◈ বিএনপি আসলেই নির্বাচন চায় কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর ◈ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন লাগবে: আইনমন্ত্রী ◈ উই আর ভেরি হ্যাপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ নিষেধাজ্ঞা পাওয়ার ব্যক্তিদের নাম প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র: ডোনাল্ড লু ◈ মানবিক কারণে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি মির্জা ফখরুলের

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০২:৩৬ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী সপ্তাহে

লিগেসি ভেরিফায়েড ব্যাজ অপসারণ করবে টুইটার

টুইটার

মাজহার মিচেল: সম্প্রতি দেওয়া এক টুইট বার্তায় সানফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠানটি ১ এপ্রিল থেকে এ ব্যাজ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে। ফ্রি মালয়েশিয়া টু ডে নামের এক গণমাধ্যম সূত্রে জানা যায়, মূলত পেইড সাবস্ক্রাইবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট ব্যক্তিদের এ পরিষেবা প্রদানের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে মাইক্রোব্লগিং প্লাটফর্মটি।

গত বছরের শেষ দিকে প্লাটফর্মটির মালিকানা হাতে নেওয়ার পর ইলোন মাস্ক এ পদ্ধতিকে দূষিত আখ্যা দিয়েছিলেন বলে এ গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়। 

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা যায়, সে সময় নীতিমালা পরিবর্তনের যে ঘোষণা দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ দ্রুত সময়ে বাস্তবায়ন করা হচ্ছে।

টুইটারের প্রধান নির্বাহী ইলোন মাস্কের টুইটবার্তার বরাদ দিয়ে ভারতীয় আরেক গণমাধ্যম ইন্ডিয়ান টাইমস জানায়, মাসে ৮ ডলার ফি দেওয়ার মাধ্যমে এ পরিষেবা চালু করা যাবে। এটি অর্জন করলে ৪ হাজার অক্ষরের টুইট করা যাবে। সেইসঙ্গে রিপ্লাইতে উচ্চতর র‌্যাংকিং, পোস্ট এডিটিংসহ আরো সুবিধা পাওয়া যাবে।

মাস্ক জানান, ব্লু সাবস্ক্রিপশনের জন্য অর্থ দেওয়ার মাধ্যমে ব্যবহারকারীরা বট সমস্যা থেকে মুক্তি পাবে। এক বিবৃতিতে প্লাটফর্মটি জানায়, ব্লু সাবস্ক্রিপশন ব্যবহারকারীরা টুইট রিপ্লাই, সার্চসহ সব জায়গায় অতিরিক্ত সুবিধা পাবে। পাশাপাশি স্ক্যাম ও স্প্যাম থেকে সুরক্ষা পাবে। এছাড়া তাদের অর্ধেক বিজ্ঞাপন দেখানো হয় এবং টুইট এডিটের সুবিধাও রয়েছে।

প্রযুক্তি নির্ভর গণমাধ্যম এনগেজেট জানায়, টুইটার আবেদন নেওয়া শুরু করেছে। এখন যাচাই করা হচ্ছে ব্যবহারকারীর সরকা আইডি কার্ড অথবা প্রকৃত ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে। সেখানে তাদের কাজ এবং পদবীও উল্লেখ করতে হচ্ছে। অপরদিকে ব্যবসায়ীরা গোল্ড চেকমার্কের জন্য আবেদন করতে পারছেন।

এখন পর্যন্ত টুইটারের প্রধান নির্বাহী ইলোন মাস্ক বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তবে প্লাটফর্মে ভেরিফিকেশনের যে পদ্ধতি রয়েছে, তা পরিবর্তনে নিজ অবস্থানে অনড় রয়েছেন।

অর্থ প্রদান ছাড়া অনেক পাবলিক ফিগার ও সাংবাদিক ভেরিফিকেশন চিহ্ন পেয়েছেন। মাস্কের হাতে মালিকানা যাওয়ার আগে এর মাধ্যমে প্লাটফর্মে যেসব সংবাদ বা তথ্য প্রকাশ করা হতো টুইটার সেগুলোকে বিশ্বাসযোগ্য হিসেবে গ্রহণ করত। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এমএম/এমআই/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়