শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৫:০০ বিকাল
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ই-কমার্স জায়ান্ট অ্যামাজন দ্বিতীয় দফায় ছাঁটাই করছে ৯ হাজার কর্মী 

অ্যামাজন

ইমরুল শাহেদ: গত জানুয়ারি মাসে এই ই-কমার্স জায়ান্ট আরো ১৮ হাজার কর্মী ছাঁটাই করেছে। এই নিয়ে অম্যাজান ২৭ হাজার কর্মী ছাঁটাই করলো। ইন্ডিয়া টুডে

প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানির সিইও এ্যান্ডি জেসি ইতোমধ্যেই বার্তা পাঠিয়ে বলেছে, অ্যামাজন অত্যন্ত দুঃসময় অতিবাহিত করছে। এজন্য ব্যয় সংকোচনের জন্যই এ ব্যবস্থা গ্রহণ করেছে। অর্থাৎ বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় কোম্পানিটি ব্যয় কমানো ছাড়াও সম্পদের সুরক্ষার জন্য অ্যামাজন ছাঁটায়ের পথে হাঁটছে। ইতোমধ্যে ই-মেইলের মাধ্যমে কর্মীদের কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। 

এআরএস টেকনিকার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের নভেম্বর এবং আগামী বছরের জানুয়ারিতে কর্মী ছাঁটাইয়ের কাজ শেষ করা হবে।  

দি ওয়ালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম বার কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে অ্যামাজন আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে পারেনি। এজন্যই দ্বিতীয় দফার ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত। 

এআরএস টেকনিকার প্রতিবেদনে বলা হয়, অ্যামাজন ওয়েব সার্ভিস বা এডব্লিউএস চার দফায় এই ছাঁটাইয়ের কাজ বাস্তবায়িত করবে। স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচের মাধ্যমে ভোক্তারা বিজ্ঞাপন এবং গেইম ছাড়াও নানা ধরনের অভিজ্ঞতা এবং কারিগরি সমাধান ২০১৪ সাল থেকেই পেয়ে আসছিলেন। আগের ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের কারণে যেসব এলাকায় এর সার্ভিস ছিল সেসব এলাকা বিনোদন বঞ্চিত হয়েছে বা হচ্ছে।

জেসি বলেছেন, ‘এটা একটা কষ্টসাধ্য সিদ্ধান্ত। কিন্তু তাহলেও দীর্ঘ মেয়াদে এজন্য কোম্পানি উপকৃতই হবে।’ 

আইএস/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়