শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ১০:৩৮ দুপুর
আপডেট : ১০ জানুয়ারী, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাটজিপিটিতে যুক্ত হলো ‘হেলথ’ ফিচার, কাজ করবে যেভাবে

ওপেনএআই তাদের জনপ্রিয় চ্যাটবটের নতুন ফিচার ‘চ্যাটজিপিটি হেলথ’ চালু করেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিরাপদভাবে নিজের চিকিৎসা নথি এবং বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত অ্যাপ চ্যাটজিপিটির সঙ্গে সংযুক্ত করতে পারবেন। এর ফলে স্বাস্থ্য ও সুস্থতা সম্পর্কিত তথ্য আরও ব্যক্তিকেন্দ্রিক ও প্রাসঙ্গিকভাবে পাওয়া যাবে।

ওপেনএআই বুধবার (৭ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করে। প্রতিষ্ঠানটির অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান নির্বাহী ফিজি সিমো বলেন, চ্যাটজিপিটি হেলথের লক্ষ্য চ্যাটজিপিটিকে ব্যবহারকারীর ‘ব্যক্তিগত সুপার-অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে পরিণত করা, যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ও সরঞ্জাম দিয়ে সহায়তা করবে। তিনি উল্লেখ করেন, বর্তমান স্বাস্থ্যব্যবস্থা রোগী এবং চিকিৎসক উভয়ের জন্যই জটিল হয়ে উঠেছে, আর এআই এই সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।

ওপেনএআই জানায়, প্রতি সপ্তাহে ব্যবহারকারীরা স্বাস্থ্যসংক্রান্ত লক্ষ লক্ষ প্রশ্ন চ্যাটজিপিটিতে করেন। চ্যাটজিপিটি হেলথ ব্যবহারকারীর নিজস্ব স্বাস্থ্য তথ্যের ভিত্তিতে আরও প্রাসঙ্গিক ও বাস্তবসম্মত উত্তর দিতে পারবে।

নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই ফিচারের জন্য আলাদা নিরাপদ স্পেস থাকবে, যেখানে সংযুক্ত ফাইল, কথোপকথন ও অ্যাপ তথ্য অন্য চ্যাট থেকে সম্পূর্ণ আলাদা রাখা হবে। ওপেনএআই স্পষ্ট করে জানিয়েছে, এই তথ্য মডেল প্রশিক্ষণে ব্যবহার হবে না এবং সুরক্ষার জন্য বিশেষ এনক্রিপশন ও ডেটা আইসোলেশন ব্যবস্থাও রয়েছে।

তবে, চ্যাটজিপিটি হেলথ কোনোভাবেই চিকিৎসকের বিকল্প নয়। এটি রোগ নির্ণয় বা চিকিৎসার জন্য নয়; বরং দৈনন্দিন স্বাস্থ্য প্রশ্ন, রিপোর্ট বোঝা ও সুস্থতা ব্যবস্থাপনার সহায়ক তথ্য প্রদানই এর মূল উদ্দেশ্য।

ওপেনএআই যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম বিওয়েলের সঙ্গে অংশীদারিত্ব করেছে, যা ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ দেয় তাদের স্বাস্থ্য তথ্য কোথায় ও কীভাবে ব্যবহার হবে। প্রথমে ফিচারটি ওয়েটলিস্ট ভিত্তিতে ধাপে ধাপে চালু হবে এবং প্রাথমিকভাবে কিছু সুবিধা শুধুমাত্র যুক্তরাষ্ট্রে উপলব্ধ। ভবিষ্যতে এটি ধীরে ধীরে অন্যান্য দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়