শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ১২:৩৬ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে যুক্ত হলো মেটা এআই: এবার পোস্টেই সরাসরি টেক্সট লিখে তৈরি করুন আপনার পছন্দের ছবি

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা এখন কয়েকশ কোটি। নিয়মিত আপডেট ও নতুন ফিচারের কারণে এ প্ল্যাটফর্মটি সবসময়ই ব্যবহারকারীদের আগ্রহের কেন্দ্রে থাকে। তবে অনেক সময় নতুন ফিচারগুলো এতটাই নীরবে যুক্ত হয়, বেশিরভাগ ব্যবহারকারী তা টেরই পান না।

সম্প্রতি মেটা নীরবে এমনই এক আকর্ষণীয় ফিচার যুক্ত করেছে, যা ফেসবুকে পোস্ট দেওয়ার অভিজ্ঞতাকে আরও উন্নত ও সৃজনশীল করে তুলবে।

নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন সরাসরি ফেসবুক পোস্টে মেটা এআই ব্যবহার করে নিজের পছন্দের ছবি তৈরি করতে পারবেন। আগে এ সুবিধাটি কেবল মেটা এআইয়ের সঙ্গে সরাসরি চ্যাট বা আলাদা ইন্টারফেসে পাওয়া যেত।

এখন ফেসবুকের ‘What’s on your mind?’ পোস্ট বক্সে নিচের ডান পাশে নতুন একটি বাটন দেখা যাবে। এটি ইমোজি আইকনের ঠিক পাশে অবস্থান করবে। ওই বাটনে ক্লিক করলে মেটা এআই চালু হবে, আর ব্যবহারকারী শুধু লেখার মাধ্যমে নির্দেশ দিলেই কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ছবি তৈরি করে দেবে।

৪টি ছবির বিকল্প, সঙ্গে এডিট সুবিধা

ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী মেটা এআই ৪টি আলাদা ছবি তৈরি করে দেবে। চাইলে সেখান থেকে যে কোনো একটি বেছে নেওয়া যাবে, আবার প্রয়োজন হলে বাম পাশে থাকা বিভিন্ন এডিট অপশন ব্যবহার করে ছবিটি সম্পাদনাও করা যাবে।

সবশেষে ব্যবহারকারী যখন ছবিতে পুরোপুরি সন্তুষ্ট হবেন, তখন ‘Done’-বোতামে ক্লিক করলেই সেটি সরাসরি পোস্ট হিসেবে প্রকাশ করা যাবে।

ধীরে ধীরে চালু হচ্ছে নতুন ফিচার

নতুন এই ফিচারটি এখনো সবার জন্য উন্মুক্ত নয়। মেটা ধাপে ধাপে এটি ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই সব ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করে দেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, ফেসবুকের এআই-চালিত এই ছবি তৈরির ফিচার কনটেন্ট ক্রিয়েটর ও সাধারণ ব্যবহারকারীদের জন্য নতুন এক সৃজনশীল দিগন্ত খুলে দেবে।

সূত্র : জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়