শিরোনাম
◈ ডাকসু নির্বাচন: ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর শেষ দিনের প্রচারণা ◈ শিশুদের ডায়াবেটিস— ভবিষ্যতের জন্য বড় সতর্কবার্তা ◈ জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হলো যে আলোচনা ◈ নির্বাচন নিয়ে কিছু ব্যক্তি অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছেন: মির্জা ফখরুল ◈ বাংলাদেশে চলছে পূর্ণ চন্দ্রগ্রহণ, রক্তিম রূপ ধারণ করেছে ‘চিরচেনা চাঁদ’ (ভিডিও) ◈ শেরপুরে দোজা পীরের পরিত্যক্ত  ভবন থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ ইনসাফের পক্ষে থাকলেই সে এনসিপির—হাসনাত আবদুল্লাহ ◈ রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল ◈ আরও বাড়লো স্বর্ণের দাম ◈ নতুন কূপের সন্ধান হবিগঞ্জে, মিলবে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:২৭ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, স্মার্টফোনেই যেভাবে তুলবেন দুর্দান্ত ছবি

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে আজ রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা ২৮ মিনিটে শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা চলবে আগামীকাল ভোর পর্যন্ত। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে বিরল এ মহাজাগতিক দৃশ্য।

চাইলেই আপনি চন্দ্রগ্রহণ উপভোগ করার পাশাপাশি স্মার্টফোনে ছবিও তুলতে পারেন। তবে এজন্য কিছু কৌশল মেনে চলা জরুরি।

চন্দ্রগ্রহণের ছবি তুলতে লম্বা ফোকাল লেন্থ দরকার হয়। ডিএসএলআর ও মিররলেস ক্যামেরায় লেন্স পরিবর্তনের সুবিধা থাকলেও স্মার্টফোন দিয়েও ছবি তোলা সম্ভব। ফোনে জুম কম থাকলেও ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করে ভালো ছবি তোলা যাবে।

গ্রহণের ছবি স্পষ্ট করতে ক্যামেরা ম্যানুয়াল মোডে রাখুন, আইএসও ৪০০ সেট করুন, অ্যাপারচার f/8 বা f/11 দিন এবং শাটার স্পিড রাখুন বাল্ব মোডে। অটোফোকাস বন্ধ করে চাঁদে ম্যানুয়াল ফোকাস করুন। ক্যামেরায় নয়েস রিডাকশন মোড থাকলে সেটি চালু করে নিন।

ঝাপসা এড়াতে অবশ্যই ট্রাইপড ব্যবহার করুন এবং সম্ভব হলে রিমোট শাটার নিন। আকাশ পরিষ্কার দেখা যায়, এমন উঁচু ভবন বা পাহাড়মুক্ত স্থান বেছে নিন। গ্রহণ দক্ষিণ-পশ্চিম থেকে পশ্চিম আকাশে সরে যাবে এবং শেষে চাঁদ দিগন্তের কাছে চলে আসবে।

অতএব, সঠিক প্রস্তুতি নিলে আজ রাতের চন্দ্রগ্রহণ আপনার স্মার্টফোনেই ধরে রাখতে পারবেন এক অসাধারণ মুহূর্ত হিসেবে।

সূত্র: স্কাই এট নাইট ম্যাগাজিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়