শিরোনাম
◈ পাইলট বিমানটি ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর ◈ মা, আমার সব জ্বলে’ — স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ ইউশা ◈ সাগারিকার এক হালিতে বিধ্বস্ত নেপাল, সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ সুন্দরবনের উপকূলে চার শতাব্দীর পুরনো কালীবাড়ি-শিববাড়ি পরিণত হতে যাচ্ছে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যে ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বর্ষায় প্রাণ ফেরে বাধালের নৌকার হাটে ◈ সাপের কামড় খেয়ে সাপ নিয়ে হাসপাতালে হাজির তিনজন ◈ কুড়িগ্রামে বিপৎসীমার অতি কাছে তিস্তা নদীর পানি ◈ উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানে সমস্যা আঁচ করেন পাইলট তৌকির ইসলাম, জানিয়েছিলেন কন্ট্রোল রুমেও ◈ শনাক্ত মৃতেদহ পরিবারের কাছে দ্রুত হস্তান্তর করা হবে: প্রধান উপদেষ্টার কার্যালয় ◈ কুড়িগ্রামের ৭ উপজেলায় নির্মিত হচ্ছে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৫, ১১:২১ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে উপায়ে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন! জেনে নিন

বর্তমানে মোবাইল ফোন শুধু কথা বলার যন্ত্র নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের নানা প্রয়োজন মেটানোর এক গুরুত্বপূর্ণ প্রযুক্তি। এর মধ্যে হোয়াটসঅ্যাপ একটি বহুল ব্যবহৃত মাধ্যম, যা দিয়ে সহজেই অডিও ও ভিডিও কল করা যায়। কিন্তু প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ কোনো আলাপ রেকর্ড করে রাখার বিষয়টি অনেকেই প্রয়োজনীয় মনে করলেও হোয়াটসঅ্যাপে সেই সুবিধা সরাসরি দেওয়া হয়নি।

ফলে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা অনেক সময়েই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে যখন কোনো গুরুত্বপূর্ণ তথ্য পরে শুনে মনে রাখার দরকার হয়। তবে হতাশ হওয়ার কিছু নেই। কিছু সহজ উপায় অবলম্বন করলে এখন হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করাও সম্ভব। এ জন্য দরকার একটু সচেতনতা ও সঠিক পদ্ধতির ব্যবহার। চলুন জেনে নেই কীভাবে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন সহজেই।

১. স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে কল রেকর্ড করুন

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করতে হলে প্রথমে যাকে রেকর্ড করতে চান, তার সঙ্গে কল কানেকশন থাকতে হবে। এরপর আপনার স্মার্টফোনের কুইক সেটিংস থেকে Screen Recording অপশন চালু করুন। রেকর্ডিং শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গেই।

কথোপকথন শেষ হলে স্ক্রিন রেকর্ডিং বন্ধ করলেই তা ফোনের গ্যালারিতে সেভ হয়ে থাকবে। এতে করে আপনি পরবর্তীতে সেই রেকর্ড শুনতে বা রিভিউ করতে পারবেন।

2. থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেও রেকর্ড করা সম্ভব

তথ্যপ্রযুক্তি ভিত্তিক ওয়েবসাইট ClickUp-এর মতে, হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার জন্য কিছু নির্ভরযোগ্য থার্ড পার্টি অ্যাপও রয়েছে। নিচে সেগুলোর বিবরণ দেওয়া হলো-

তথ্যপ্রযুক্তি বিষয়ক একটি প্রতিবেদন অনুসারে, কিছু নির্ভরযোগ্য বাহ্যিক ধারণযন্ত্রের সাহায্যেও হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা সম্ভব। নিচে তেমন কয়েকটি পদ্ধতির বর্ণনা দেওয়া হলো:

এ-জেড পর্দা ধারণযন্ত্র (শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবস্থায়): এই ধারণযন্ত্রের সাহায্যে আপনি অন্তঃস্থ শব্দসহ সম্পূর্ণ পর্দা ধারণ করতে পারবেন। এতে রয়েছে ছবি সম্পাদনার সুযোগ, সরাসরি দৃশ্য সংরক্ষণ, এবং চিত্র ধারণের সুযোগও।

ডি-ইউ ধারণযন্ত্র (অ্যান্ড্রয়েড ও আপেল ব্যবস্থায়): এই ধারণযন্ত্রটি পরিস্কার ও মসৃণ রেকর্ডিংয়ের জন্য খ্যাত। এতে রয়েছে নিজের মতো করে সাজানোর নানা উপকরণ। একবার স্পর্শ করেই রেকর্ড চালু করা যায়।

মো-বি-জেন পর্দা ধারণযন্ত্র (শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবস্থায়): এই যন্ত্রের সাহায্যে উন্নত মানের ছবি ও শব্দসহ কল ধারণ করা সম্ভব। হোয়াটসঅ্যাপ কল সংরক্ষণের জন্য এটি একটি কার্যকর পন্থা।

সূত্র: ট্রু স্কুপ

  • সর্বশেষ
  • জনপ্রিয়