এইচএম পারভেজ, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় প্রবাস থেকে ফিরে বিনা টিকিটে ভ্রমণ এর দেনা পরিশোধ করল ইতালি প্রবাসী মো. মানিক ভূঁইয়া নামে এক ব্যক্তি।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসে ভ্রাম্যমাণ টিকেট কালেকক্টরের (টিসি) কাছে ১০ হাজার টাকা জমা দেন এই ব্যক্তি। এতে করে আখাউড়ায় সততার দৃষ্টান্ত দেখিয়ে আলোড়ন সৃষ্টি করেন প্রবাসী মো. মানিক ভূঁইয়া।
মানিক ভূঁইয়া আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের আব্দুল হকের ছেলে। ১৯৯৭ সাল থেকে তিনি ইতালি প্রবাসী। প্রবাসে যাওয়ার আগে তিনি বড় বাজারে এলুমোনিয়ামের তৈজসপত্রের ব্যবসা করতেন। সম্প্রতি তিনি হজ পালন করেন।
মানিক ভূঁইয়ার সঙ্গে টাকা দিতে যাওয়ার দেবগ্রামের বাসিন্দা যুবলীগ নেতা মো. আল-আমীন জানান, ওই ব্যক্তি দেশে থেকে ব্যবসা করার সময় ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরবসহ বিভিন্নস্থানে নিয়মিত যাতায়ত করতেন। কখনো ট্রেনের টিকিট কাটতেন কখনো কাটতে পারেননি। বিষয়টি নিয়ে অনুশোচনা থেকে এখন তিনি একসঙ্গে ১০ হাজার টাকা জমা দিয়েছেন।
আপনার মতামত লিখুন :