শিরোনাম
◈ মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা  ◈ ৬০ বছরে সেরা সুন্দরীর মুকুট জিতে ইতিহাস ◈ বান্দরবানে গুলিবিদ্ধ হয়ে কেএনএফের ২ সদস্য নিহত ◈ দুটি ভারতীয় কোম্পানির মসলায় পাওয়া গেল ক্যানসার উপাদান ◈ বৃত্তি পেলো সেরা ১৫ জন স্কুল ক্রিকেটার ◈ লুটপাট লুকিয়ে রাখার জন্যেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদেরকে নিষেধাজ্ঞা: রিজভী ◈ আরো তিন দিনের হিট অ্যালার্ট জারি, যশোরে হিটস্ট্রোকে স্কুল শিক্ষকের মৃত্যু ◈ কোন চাপে জাতীয় পার্টি নির্বাচনে এসেছে পরিস্কার করতে বললেন ওবায়দুল কাদের ◈ আগামী সপ্তাহ থেকে আপিল বিভাগের দুই বেঞ্চে চলবে বিচারকাজ ◈ বাইডেনের বিতর্কের চ্যালেঞ্জ গ্রহণ করলেন ট্রাম্প

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৩, ০২:০০ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঙ্গোলিয়ার আকাশের রং আচমকাই রক্তলাল! 

ইকবাল খান: [২] মঙ্গোলিয়ায় শুক্রবার গোটা দিন এবং শনিবারের বেশ কিছুটা সময় আকাশ হয়ে গিয়েছিল রক্তলাল। প্রকৃতির এই আজব লীলার নেপথ্যে অবশ্যই রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। কিন্তু ব্যাখ্যা জানার আগেই আকাশের দিকে চোখ তুলে এই অত্যাশ্চর্য ঘটনার সাক্ষী হয়েছেন মঙ্গোলিয়াবাসী। সূত্র: আনন্দবাজার

[৩] সংবাদ সংস্থা মারফত জানা গিয়েছে, এই অনবদ্য ঘটনার মধ্যে দিয়ে বিজ্ঞানীরা একটি মস্ত বড় সুযোগ পেয়ে গিয়েছেন। তা হল, নিম্ন অক্ষাংশে সৌরঝড়ের কী কী প্রভাব, সে সম্পর্কে হাতেকলমে অভিজ্ঞতা সঞ্চয় করার। কারণ, বিজ্ঞানীরা বলছেন, আকাশের রংবদলের নেপথ্যে রয়েছে, সৌরঝড়। যার পৃথিবীর সঙ্গে সংঘর্ষের জেরেই আকাশ হয়ে উঠেছে রক্তলাল। তাঁদের মতে, এটি এক ধরনের মেরুপ্রভা (অরোরা)। সাধারণত যা দেখতে পাওয়া যায় মেরু এলাকায়। বেশির ভাগ সময়েই তার রং হয় সবুজ। কিন্তু মঙ্গোলিয়া মেরুর কাছাকাছি নয়। তার অরোরার রং রক্তলাল। তার কারণ হিসাবে বিজ্ঞানীদের একাংশের ধারনা, এটি একটি মহাজাগতিক বিরল ঘটনা। যেখানে পৃথিবীর উচ্চ অক্ষাংশে সৌরঝড়ের সঙ্গে অক্সিজেনের ঘর্ষণে এমন রং তৈরি হয়ে তা প্রতিফলিত হয়েছে মঙ্গোলিয়ার আকাশে।

[৪] শুক্রবার সারা দিন এবং শনিবারের বেশ কিছুটা সময় মঙ্গোলিয়ার আকাশ নীল এবং কালোর বদলে রক্তলাল রং ধারণ করেছিল। তার পর ক্রমশ তা মিলিয়ে যায়। ফেরে আকাশের চিরচেনা চেহারা। অরোরা বোরিয়ালিসের সবচেয়ে অস্বাভাবিক রং হল রক্তলাল। যা অতি বিশেষ পরিস্থিতিতেই একমাত্র তৈরি হতে পারে। মঙ্গোলিয়া সাক্ষী হল সেই বিরলতম মহাজাগতিক ঘটনার।

আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়