শিরোনাম
◈ পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের, যে কারণে খুন হন বনশ্রীর সেই শিক্ষার্থী ◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ ◈ বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের যে নির্বাসিত নেতা ◈ আগামী নির্বাচনের ফলাফলে সুইং ভোটাররা 'প্রভাবক' হয়ে উঠতে পারেন ◈ মুক্ত বিশ্বকোষে উইকিপিডিয়া নিরপেক্ষতা হারাচ্ছে, মুছে ফেলা হচ্ছে জুলাই শহীদদের পেইজ! ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে আবারও স্প‌্যা‌নিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা ◈ মার্তিনেল্লির হ্যাটট্রিকের রাতে জয় পে‌লো আর্সেনাল ও লিডস ◈ পাবনায় কারাগারে আ.লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২২, ০২:১৩ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২২, ১১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাস্তায় টাকার বৃষ্টি, যা করলো পুলিশ

টাকার বৃষ্টি

ডেস্ক রিপোর্ট : এ যেন কলকাতার রাস্তায় হ্যামলিনের বাঁশিওয়ালা। অবশ্য বাঁশির জায়গায় তার হাতে ছিল টাকার ব্যাগ। রাস্তা দিয়ে টাকা ওড়াতে ওড়াতে যান সেই ব্যক্তি। আর তার পিছনে সেই টাকা কুড়োতে থাকেন অন্যরা। পরে পুলিশ তাড়া করলে সেই ব্যক্তি পালিয়ে যান।

এ ঘটনায় মোট ৪৮ হাজার ৫৭৫ ভারতীয় টাকা উদ্ধার হয়েছে। অভিযুক্ত যুবকের থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়া পুলিশকর্মী শিয়ালদা ট্রাফিক গার্ডের সার্জেন্ট। নাম কৌতুক ঘোষ।

পুলিশ জানিয়েছে, সূর্য সেন স্ট্রিট ধরে হেঁটে যেতে যেতে টাকা ওড়াচ্ছিলেন সেই যুবক। তার মাথায় চুল ছিল না। ১০ টাকা থেকে শুরু করে ৫০০, ২০০০ টাকার নোট ছড়াতে থাকেন সেই যুবক।

রাস্তায় টাকার বৃষ্টি হতে দেখে অনেক পথচারী সেই টাকা কুড়িয়ে নেন। অনেকেই গাড়ি থেকে রাস্তায় নেমে পড়েন টাকা কুড়াতে। এর জেরে সাময়িকভাবে যান চলাচল ব‌্যাহত হয়।

সেই সময় এপিসি রোড ও সূর্য সেন স্ট্রিটের সংযোগস্থলে জগৎ সিনেমা হলের সামনে কর্তব্যরত ছিলেন শিয়ালদা ট্রাফিক গার্ডের সার্জেন্ট কৌতুক ঘোষ।

সিভিক ভলান্টিয়ারের থেকে গোটা ঘটনা জানতে পেরে সেখানে পৌঁছে যান তিনি। এরপর সেই যুবককে তাড়া করে টাকার ব্যাগ ছিনিয়ে নেন ট্রাফিক সার্জেন্ট। তবে অভিযুক্ত যুবক পালিয়ে যান।

এদিকে উদ্ধার হওয়া ব্যাগ থেকে ৫ টাকা থেকে শুরু করে ৫০, ১০০, ৫০০র নোট পাওয়া যায়। ব্যাগে চারটি ২ হাজার টাকার নোটও ছিল।

পুলিশের অনুমান, কোনো ব্যবসায়ীর কাছ থেকে সেই টাকা ছিনিয়ে পালিয়েছিল সেই যুবক। সেই যুবক মাদকাসক্ত হয়ে থাকতে পারেন বলে মনে করছে পুলিশ।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। যুবকের ছবি সিসিটিভির ফুটেজ দেখে তাকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়