শিরোনাম
◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:১৮ রাত
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার পঞ্চম নাকি বরিশালের প্রথম, শুক্রবার কে জিতবে বিপিএলের শিরোপা

এল আর বাদল: [২] দুই দলের হাজারো সমর্থক স্টেডিয়াম কাউন্টারে বিপিএলের ফাইনাল খেলার টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন। বিসিবির ওপর ক্ষোভ ঝাড়তে গিয়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। টিকিট প্রত্যাশী অনেক দর্শক পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে। টিকিট না পেয়ে তারা বিসিবির কাছে প্রশ্ন রেখে গেছেন, ২৫ হাজার টিকিট কোথায় গেলো?

[৩] যাদের জয় পরাজয় দেখতে দর্শকরা উম্মুখ হয়ে আছেন, তারাই শুক্রবার জানান দেবে কার ঘরে উঠতে যাচ্ছে বিপিএলের দশম আসরের শিরোপা। এবার নিয়ে বিপিএলে পঞ্চমবার ফাইনালে কুমিল্লা ভিক্টেরিয়ান্স। এখন পর্যন্ত তারাই চারবার জিতেছে শিরোপা। শিরোপা জয়ের এই রেকর্ড আরো সমৃদ্ধ করার সুযোগ কুমিল্লার সামনে। অপরদিকে বরিশাল দু’দুবার ফাইনালে খেললেও শিরোপার দেখা পায়নি তারা। এবার তারা শিরোপা জিততে কুমিল্লার ওপর শেষ কামড়  দেবে। শিরোপা চা-ই তাদের।

[৪] শুক্রবার মিরপুর স্টেডিয়ামের সবুজ গালিচায় বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

[৫] ২০২১-২২ মৌসুমের ফাইনালেও দেখা হয়েছিল এই দুই দলের। যেখানে শেষ হাসি হেসেছিলো গোমতী পাড়ের কুমিল্লা। এক বছর বিরতি দিয়ে আবার ফাইনালে দেখা হচ্ছে এই দুই দলের।

[৬] বরিশালের জন্য এবারের লড়াইটা তাই কিছুটা প্রতিশোধের। যদিও সেবারের ফাইনালের দুই দলের যারা অধিনায়ক তারা কেউই এবার নেই। তবে যারা আছেন, তারাও পরীক্ষিত অধিনায়ক। কুমিল্লার নেতৃত্বের ভার এবার লিটনের কাঁধে। আর বরিশালের অধিনায়কত্বের আসনে তামিম ইকবাল খান। সম্পাদনা: সমর চক্রবর্তী

এলআরবি/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়