শিরোনাম
◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ নির্বাচনে জাপা ও এনডিএফ প্রার্থীদের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম 

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৪৮ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটারদের বেতন কাঠামো সংশোধনের কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর ভারতীয় টেস্ট দলের খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ানোর কথা ভাবছে বিসিসিআই। ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য নিজেদের তরতাজা রাখতে রঞ্জি ট্রফি এড়ানোর চেষ্টা করছেন। ভবিষ্যতে সেই পরিস্থিতি ঠেকাতেই বেতন কাঠামো সংশোধনের কথা ভাবছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

ইতোমধ্যে শ্রেয়স আইয়ার এমন চেষ্টা করে কার্যত ধরা পড়ে গিয়েছেন। তিনি পিঠের চোটের অজুহাত দিয়েছিলেন। কিন্তু, বোর্ডের চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, শ্রেয়সের কোনও চোটই নেই। ঈশান কিষাণ তো আবার নিজের মানসিক সমস্যার কথা বলে রঞ্জি এড়িয়েছেন। কিন্তু, দেখা যাচ্ছে তিনি তার আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে নিয়মিত অনুশীলন চালাচ্ছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস

এরই মধ্যে রাঁচিতে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে ঘরের মাঠে ভারত তাদের টানা ১৭ টেস্ট সিরিজ জয় নথিভুক্ত করেছে। কিন্তু, সেই আনন্দের খবরের মধ্যেই দেখা যাচ্ছে- বিরাট কোহলি স্ত্রী গর্ভবতী হওয়ার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন। মহম্মদ শামি চোটের জন্য চারটি টেস্টেই অনুপস্থিত। কেএল রাহুল, রবীন্দ্র জাদেজাও চোটের নাম করে অনুপস্থিত। এই প্রথমসারির খেলোয়াড়দের বাদ দিয়েই ভারত সবচেয়ে অনভিজ্ঞ একাদশের খেলোয়াড়দের নিয়ে ভাইজাগ, রাজকোট এবং রাঁচির মাঠে নেমেছিল। আর প্রতিটিতেই জয় পেয়েছে।

এসব দেখেই খেলোয়াড়দের ফি সংশোধনে উদ্যোগ নিয়েছে বিসিআই। একজন খেলোয়াড়, যিনি এক মওশুমে সব টেস্ট সিরিজ খেলবেন। তাকে অতিরিক্ত বোনাস দেওয়া হবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বর্তমানে, বিসিসিআই প্রতি টেস্ট ম্যাচে ফি হিসেবে ১৫ লাখ টাকা দেয়। একদিনের ক্রিকেটে প্রতিম্যাচে দেয় ৬ লাখ টাকা। আর, টি-টোয়েন্টি আন্তর্জাতিকে প্রতিম্যাচে দেয় ৩ লা টাকা। সম্পাদনা: এল আর বাদল
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়