স্পোর্টস ডেস্ক: গত বছরের আগস্টে বাংলাদেশের ফুটবল ছেড়ে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে যোগ দিয়েছিলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ১৫ মাসের জন্য আর্জেন্টিনার ক্লাবে চুক্তি করেছিলেন তিনি। নতুন করে আর চুক্তির মেয়াদ না বাড়িয়েই আবাহনী লিমিটেডে যোগ দেওয়ার কথা জানিয়েছেন ক্লাবটির ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কাজী নাবিল আহমেদ বলেছেন, জামালের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে। চলতি প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে জামাল আবাহনীতে খেলবে।
প্রিমিয়ার লিগের প্রথম লেগ শেষে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট ঢাকা আবাহনীর। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে সাত পয়েন্টের দূরত্ব তাদের। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানও এগিয়ে ২ পয়েন্টে। দ্বিতীয় লেগের আগে দলের চেহারা পাল্টে দিতেই হয়তো জামালকে চাইছে লিগে সর্বোচ্চ বারের চ্যাম্পিয়ন দলটি। - প্রথম আলো,সময়টিভি
জাতীয় দল ক্যাম্প করতে সৌদি আরবে যাওয়ার কথা ২ মার্চ। তার আগেই ঢাকায় আসার কথা জামালের। বিশ্বকাপ বাছাইপর্বে ফিলিস্তিনের বিপক্ষে ২৬ মার্চ ফিরতি লেগের পর তার আবাহনীর ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে এই ফুটবলারের। রিপোর্ট: ফয়সাল আহমেদ
এফএ/এমটি
আপনার মতামত লিখুন :