শিরোনাম
◈ দেশকে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এ সহিংসতা : প্রধানমন্ত্রী ◈ খান ইউনুসে চলছে প্রচণ্ড লড়াই : আটকা পড়েছে প্রায় ২ লাখ ফিলিস্তিনি ◈ দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:১৫ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো বরিশাল (ভিডিও)

স্পোর্টস ডেস্ক: বিপিএলের চলতি আসরে কোয়ালিফায়ার নিশ্চিত করতে চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামে ফরচুন বরিশাল। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৩৫ রানের পুঁজি পায় চট্টগ্রাম। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট এবং ৩১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তামিম ইকবালের দল। এই জয়ের মধ্য দিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করলো ফরচুন বরিশাল।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বরিশাল। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য সরকার। এরপর তামিম ইকবালের সহজ ক্যাচ তালু বদ্ধ করতে ব্যর্থ হন সৈকত আলী। পরের বল থেকেই ব্যাট চালাতে থাকেন তামিম।

বরিশাল অধিনায়কের ব্যাটিং তাণ্ডব দেখে ব্যাট চালাতে থাকেন কাইল মায়ার্সও। দুজনের ব্যাটে ভর করে জয়ে পথে ছুটতে থাকে বরিশাল। ২৫ বলে ফিফটি তুলে নেন মায়ার্স। পরের বলেই ক্যাচ আউট হন এই ডান হাতি ব্যাটার।

এরপর তামিমকে সঙ্গ দেন ডেভিড মিলার। ১৩ বলে ১৭ রান করে মিলার আউট হলেও ৪১ বলে ফিফটি তুলে নেন বরিশাল অধিনায়ক। শেষ পর্যন্ত মুশফিকের ৬ বলে ৫ রান এবং তামিম ইকবালের ৪৩ বলে ৫২ রানের অপরাজিত ইনিংসে ভর করে সাত উইকেট এবং ৩১ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে শুভাগত হোম, বিলাল খান এবং রোমারিও শেফার্ড একটি করে উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেনি চট্টগ্রামের ওপেনার তানজিদ তামিম। ৩ বলে ২ রান করেন তিনি। দলের হয়ে সর্বোচ্চ ২২ বলে ৩৪ রানের ইনিংস খেলেন জশ ব্রাউন। অধিনায়ক শুভাগতো হোম করেন ২৪ রান। এছাড়া টম ব্রুস ১৭, রোমারিও শেফার্ড ১১, নিহাদুজ্জামান ১০, সৈকত আলী ১১ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রানের পুঁজি পায় চট্টগ্রাম।

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়