শিরোনাম
◈ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা ◈ ‘পছন্দ না হলে মাজারে নাও আসতে পারেন, আঘাত-ভাঙচুর গ্রহণযোগ্য নয়’ ◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪৬ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ লিগ কাপে চেলসিকে হারিয়ে রেকর্ড দশমবার চ্যাম্পিয়ন লিভারপুল (ভিডিও)

স্পোর্টস ডেস্ক: দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও চেলসির লড়াইয়ে ফলাফল হয়নি নির্ধারিত সময়ে। খেলা গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে পার্থক্য গড়ে দিলেন ভার্জিল ভ্যান ডাইক। কর্নার থেকে ভেসে আসা এক হেডেই নিশ্চিত হলো লিভারপুলের ইংলিশ লিগ কাপের শিরোপা।

রোববার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে চেলসিকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড দশমবার লিগ কাপে চ্যাম্পিয়ন হলো লিভারপুল। দলের সেরা স্ট্রাইকার মোহাম্মদ সালাহ, ফরোয়ার্ড দারউইন নুনেস, অভিজ্ঞ ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, গোলরক্ষক আলিসনসহ আরও অনেক খেলোয়াড় চোট পেয়ে বাইরে। তাদেরকে ছাড়াই ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক পারফরম্যান্স উপহার দেয় লিভারপুল।

ব্লুজদের রক্ষণভাগে টানা আক্রমণও করতে থাকে অলরেডরা, যদিও তেমন কোনো সুযোগ তৈরি করতে পারছিল না ক্লপ শিষ্যরা। বরং আচমকাই ২০তম মিনিটে দারুণ একটা সুযোগ পেয়ে যায় চেলসি। গোলরক্ষককে একা পেয়েছিলেন কোল পালমার। তবে তার জোরালো শট দারুণ নৈপুণ্যে রুখে দেন লিভারপুলের দ্বিতীয় সেরা গোলরক্ষক কুইভেন কেলাহার।

ম্যাচের ৩১ মিনিটে চেলসিকে লিড এনে দেন রাহিম স্ট্রার্লিং। তবে নিকোলাস জ্যাকসন অফসাইডের ফাঁদে পড়ায় গোল বঞ্চিত হয় চেলসি। এরপর লিভারপুলকে হতাশ করে পোস্ট। ৪০তম মিনিটে অ্যান্ডি রবার্টসনের ক্রসে কোডি গাকপোর হেড চেলসি কিপার জোর্জে পেত্রোভিচকে ফাঁকি দিলেও পোস্টে আঘাত করে। পরে আর কোনো দলই পারেনি কারো রক্ষণভেদ করতে। গোলশূন্য সমতাতেই বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের ফলাফল একই থাকে। ফলে অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে গোলরক্ষকের নৈপুণ্যে জাল অক্ষত থাকে চেলসির। জেইডেন ড্যানসের হেড কোনোমতে এক হাত দিয়ে বাইরে পাঠান পেত্রোভিচ। নির্ধারিত সময়ের শেষভাগে দারুণ আক্রমণাত্মক খেলা চেলসি অতিরিক্ত সময়ে ফের ছন্দ হারিয়ে ফেলে। এই ৩০ মিনিটে তেমন কিছুই করতে পারেনি দলটি। দীর্ঘ লড়াইয়ের পর ম্যাচ যখন টাইব্রেকারে গড়ানোর পথে, ঠিক তখনই দলকে উৎসবের উপলক্ষ এনে দেন ভ্যান ডাইক।

এলআরবি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়