শিরোনাম
◈ প্রকাশ্যে নৃশংস খুনের বৃদ্ধিতে জনমনে আতঙ্ক: রাজনৈতিক অস্থিরতা ও আন্ডারওয়ার্ল্ডের দাপটে বাড়ছে টার্গেট কিলিং ◈ রাজ‌নৈ‌তিক অঙ্গ‌ণে জল্পনা কল্পনা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দে‌শের রাজনীতিতে কী প্রভাব ফেলবে? ◈ ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা, শৃঙ্খলা–ঐক্য থাকলে সবই সম্ভব: তারেক রহমান ◈ সাভারে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কারখানায় লুটের চেষ্টার অভিযোগ ◈ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন অধ্যাপক আলী রীয়াজ ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘে পাস, হামা‌সের প্রত‌্যাখান ◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪৬ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ লিগ কাপে চেলসিকে হারিয়ে রেকর্ড দশমবার চ্যাম্পিয়ন লিভারপুল (ভিডিও)

স্পোর্টস ডেস্ক: দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও চেলসির লড়াইয়ে ফলাফল হয়নি নির্ধারিত সময়ে। খেলা গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে পার্থক্য গড়ে দিলেন ভার্জিল ভ্যান ডাইক। কর্নার থেকে ভেসে আসা এক হেডেই নিশ্চিত হলো লিভারপুলের ইংলিশ লিগ কাপের শিরোপা।

রোববার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে চেলসিকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড দশমবার লিগ কাপে চ্যাম্পিয়ন হলো লিভারপুল। দলের সেরা স্ট্রাইকার মোহাম্মদ সালাহ, ফরোয়ার্ড দারউইন নুনেস, অভিজ্ঞ ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, গোলরক্ষক আলিসনসহ আরও অনেক খেলোয়াড় চোট পেয়ে বাইরে। তাদেরকে ছাড়াই ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক পারফরম্যান্স উপহার দেয় লিভারপুল।

ব্লুজদের রক্ষণভাগে টানা আক্রমণও করতে থাকে অলরেডরা, যদিও তেমন কোনো সুযোগ তৈরি করতে পারছিল না ক্লপ শিষ্যরা। বরং আচমকাই ২০তম মিনিটে দারুণ একটা সুযোগ পেয়ে যায় চেলসি। গোলরক্ষককে একা পেয়েছিলেন কোল পালমার। তবে তার জোরালো শট দারুণ নৈপুণ্যে রুখে দেন লিভারপুলের দ্বিতীয় সেরা গোলরক্ষক কুইভেন কেলাহার।

ম্যাচের ৩১ মিনিটে চেলসিকে লিড এনে দেন রাহিম স্ট্রার্লিং। তবে নিকোলাস জ্যাকসন অফসাইডের ফাঁদে পড়ায় গোল বঞ্চিত হয় চেলসি। এরপর লিভারপুলকে হতাশ করে পোস্ট। ৪০তম মিনিটে অ্যান্ডি রবার্টসনের ক্রসে কোডি গাকপোর হেড চেলসি কিপার জোর্জে পেত্রোভিচকে ফাঁকি দিলেও পোস্টে আঘাত করে। পরে আর কোনো দলই পারেনি কারো রক্ষণভেদ করতে। গোলশূন্য সমতাতেই বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের ফলাফল একই থাকে। ফলে অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে গোলরক্ষকের নৈপুণ্যে জাল অক্ষত থাকে চেলসির। জেইডেন ড্যানসের হেড কোনোমতে এক হাত দিয়ে বাইরে পাঠান পেত্রোভিচ। নির্ধারিত সময়ের শেষভাগে দারুণ আক্রমণাত্মক খেলা চেলসি অতিরিক্ত সময়ে ফের ছন্দ হারিয়ে ফেলে। এই ৩০ মিনিটে তেমন কিছুই করতে পারেনি দলটি। দীর্ঘ লড়াইয়ের পর ম্যাচ যখন টাইব্রেকারে গড়ানোর পথে, ঠিক তখনই দলকে উৎসবের উপলক্ষ এনে দেন ভ্যান ডাইক।

এলআরবি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়