শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:৩৩ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গেতাফেকে ৪-০ গোলে হারিয়ে দুইয়ে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: ম্যাচের শুরু থেকেই গেতাফের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে বার্সেলোনা। ম্যাচের ২০তম মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। ফলে গেতাফেকে সহজেই হারিয়ে দুই নম্বরে উঠল শাভি এর্নান্দেসের দল। 

শনিবার ঘরের মাঠে লা লিগার ম্যাচে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়েছেন জোয়াও ফেলিক্স, ফ্রেংকি ডি ইয়ং ও ফেরমিন লোপেস। -বিডিনিউজ২৪

প্রথমার্ধের ২০তম মিনিটে জুল কুন্দের বাড়ানো বল ধরে দারুণ গতিতে এগিয়ে যান রাফিনিয়া। পাশেই সমান তালে এগিয়ে সুবিধাজনক জায়গায় চলে যান জোয়াও ফেলিক্স। দুই ফরোয়ার্ডের কাকে ঠেকাবেন তা নিয়ে যেন দ্বিধায় ছিলেন গেতাফে গোলরক্ষক দাভিদ সোরিয়া। এই সুযোগে তার পাশ দিয়ে প্রতিপক্ষের জালে বল আটকান রাফিনিয়া।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫৩তম মিনিটে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের চমৎকার ক্রসে আলতো টোকায় ব্যবধান দ্বিগুণ করেন ফেলিক্স। ৬১তম মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেন ডি ইয়ং। এই গোলে দারুণ অবদান রাফিনিয়ার। সতীর্থর পাস ধরে পায়ের কারিকুরিতে গোলরক্ষককে এড়িয়ে তিনি কাট ব্যাক করেন অরক্ষিত ডি ইয়ংকে। ঠাণ্ডা মাথার শটে জাল খুঁজে নেন ডাচ মিডফিল্ডার। জয় অনেকটা নিশ্চিত হয়ে যাওয়ায় বলের নিয়ন্ত্রণ ধরে রেখে মাঝেমধ্যে আক্রমণে উঠতে থাকে বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন লোপেস। ডি ইয়ং থ্রু পাস বাড়িয়ে দেন আক্রমণের সুর। বক্সের ঠিক বাইরে থেকে ভিতো হকের শট কোনোমতে ফেরান গোলরক্ষক। আলগা বল চলে যায় বিপরীত দিকে থাকা লোপেসের পায়ে। বাকি কাজটুকু সারেন তিনি।

২৬ ম্যাচে ১৭ জয় ও ছয় ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে জিরোনা। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রিয়াল মাদ্রিদ। রিপোর্ট: মো.ফয়সাল আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়