শিরোনাম
◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব ◈ অ‌ক্টোব‌রে বিপিএলের ড্রাফট, নতুন করে চার ভেন্যুর অডিট হবে  ◈ ঢাকার বিদেশ মন্ত্রণালয় কার্যত অভিভাবক শূন্য! ◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও)

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:১৩ বিকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনাকে ৬৫ রানে হারিয়ে প্লে-অফে চট্টগ্রাম

মো.ফয়সাল আহমেদ: বিপিএলের চলতি আসরে বাঁচা-মরার ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৯২ রানের বড় সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ১২৭ রানে গুটিয়ে যায় অধিনায়ক এনামুল হক বিজয়ের দল। ফলে ৬৫ রানের জয়ে তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম। বাকি দুট দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ বলে ৮ ছক্কা ও ৮ চারে ১১৬ রান করেছেন তামিম। এছাড়া টম ব্রুস অপরাজিত ২৩ বলে ৩৬ রান, সৈকত আলী (১৮), রোমারিও শেফার্ড (১০) ও শুভাগত হোম অপরাজিত ৭ রান করেন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে খুলনার ওপেনার পারভেজ ইমন ৮ বলে ৬ রান করেন। তৃতীয় উইকেটে শাই হোপকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন এনামুল হক বিজয়। তবে ইনিংস লম্বা করতে পারেনি দুজনের কেউই। ২৪ বলে ৩৫ রান করে আউট হন বিজয় ও ২১ বলে ৩১ রান করেন হোপ।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি ইভেন লুইসও। ৩ বলে ৬ রান করে আউট হলে শুরু হয় উইকেট পতনের মিছিল। আফিফ হোসেন (৬), মাহমুদুল হাসান জয় (৭), পার্নেল (২) ও নাসুম আহমেদ (৩) রান করেন।

সর্বশেষ জেসন হোল্ডার ১৭ বলে ১৮ রান করেন। মুকিদুল ৩ রানে আউট হলে ১২৭ রানেই গুটিয়ে যায় খুলনা। এতে ৬৫ রানের বড় জয় পায় চট্টগ্রাম।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন শুভাগত হোম। দুই উইকেট নেন বিলাল খান। এ ছাড়াও সালাউদ্দিন শাকিল, শহিদুল ইসলাম, রোমারিও শেফার্ড ও নাহিদুজ্জামান একটি করে উইকেট শিকার করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়