শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:৫৭ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবির নতুন নির্বাচক, কিছুই জানেন না খালেদ মাহমুদ সুজন

স্পোর্টস ডেস্ক: নানা আলোচনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু ও দেশের ক্রিকেটের তিন সংস্করণে অধিনায়ক হয়েছেন নাজমুল হোসেন শান্ত।

সোমবার  বোর্ড সভায় প্রকাশ করা হয়েছে নতুন প্রধান নির্বাচকের নাম। তবে ক্রিকেট অপারেশন্সের অধীনেই কাজ করে থাকেন জাতীয় দলের নির্বাচকরা। সেই কমিটির ভাইস চেয়ারম্যান হয়েও নতুন নির্বাচক কে হচ্ছেন সেটি জানতেন না বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।

বর্তমানে দুর্দান্ত ঢাকার কোচ হয়ে চট্টগ্রামে অবস্থান করছেন সুজন। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুজন বলেন, আমি তো পরিষ্কার করলাম আমি কিছুই জানি না। ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান হয়েও জানিই না, ক্রিকেট অপারেশন্স নির্বাচক নিচ্ছে- কে হচ্ছে। আমার এই পজিশনে থাকার প্রয়োজন কি সেটাও জানি না আসলে।

সুজন আরো বলেন, লিপু ভাইয়ের অনেক ক্রিকেট মেধা। বাংলাদেশের ক্রিকেটকে অনেকদিন ধরে দেখছেন। জাতীয় দল, আবাহনীর অধিনায়ক ছিলেন তিনি। উনাকে নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। উনি নির্বাচক হতে পারেন বা এমন কিছু আমি আগেও শুনিনি। ব্যাপারটা আমার জন্য খুবই সারপ্রাইজিং ছিল। আমি নামটা শুনিনি। আমার জন্য অবাক করা কারণ আমি ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান অথচ আমি জানিই না। এটা আমার খুব অবাক লাগল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়