স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। টুর্নামেন্ট শুরু হবে সেপ্টেম্বর ও অক্টোবরের মাঝামাঝি। বৈশ্বিক টুর্নামেন্টটির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেন্যু ঠিক করেছে ঢাকা ও সিলেটকে। এই দ্ইু মাঠ নতুন করে সংস্কারের সিদ্ধান্তও নিয়েছে বিসিবি।
টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহণ করবে। দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে যাবে, প্রতিটি গ্রুপে ৫টি করে দল থাকবে। টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচ আয়োজন করবে বিকেএসপি।
অবশ্য বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে। টুর্নামেন্টের আগে প্রস্তুতির অংশ হিসেবে কাজে দেবে এই সিরিজ। সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। সূত্র: বাংলা ট্রিবিউন
অস্ট্রেলিয়া বাংলাদেশে আসবে মার্চের ১৭ তারিখ। বিসিবি সূত্রে জানা গেছে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ২১, ২৩ ও ২৫ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে সংক্ষিপ্ততম ফরম্যাট শেষ হওয়ার কথা ৪ এপ্রিল।
এফএ/একে
আপনার মতামত লিখুন :