শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০৮ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজ দেশের পুরানো ক্লাব সান্তোসে ফিরছেন নেইমার

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার অনেক স্বপ্ন নিয়ে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে সৌদি আরবের আল হিলালে পাড়ি জমিয়েছিলেন। তবে ইনজুরির কারণে সৌদি ক্লাবটিতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ব্রাজিলের এই তারকা ফুটবলার। এবার নতুন করে গুঞ্জন উঠেছে, পুরোনো ক্লাবে আবারও ফিরে যাচ্ছেন নেইমার। এমনকি এই ইস্যুতে ‘কার্যকর’ আলোচনা হয়েছে বলেও দাবি সেই ক্লাব সভাপতির।

২০১৭ সালে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। ফরাসি ক্লাবটির জার্সিতে অনেক শিরোপা জিতলেও নেইমারের পারফরম্যান্সের গ্রাফ ছিল নিম্নমুখী। গুঞ্জন রয়েছে, সেরা সময়ে ফিরতে ৩২ বছর বয়সী নেইমার আবারও নিজের পুরোনো ক্লাব সান্তোসে ফিরতে পারেন। ক্লাবটির সভাপতি মার্সেলো তিসেইরা জানিয়েছেন, নেইমারের সঙ্গে এ ব্যাপারে যে আলোচনা হয়েছে সেটি বেশ কার্যকর ছিল।
 
বর্তমানে পুনর্বাসনে ব্রাজিলে অবস্থান করছেন নেইমার। সেখানেই সান্তোস সভাপতি তিসেইরার সঙ্গে দেখা হয় নেইমারের। সেই দেখা হওয়ার প্রসঙ্গ টেনে তিসেইরাকে প্রশ্ন করা হয়েছিল, ব্রাজিলের এই ফুটবলারকে সান্তোসে ফেরানোর কথা তারা ভাবছে কি না।
 
এমন প্রশ্নের জবাবে তিসেইরা বলেন, সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। কিন্তু সংক্ষিপ্ত আলোচনাও মাঝে মধ্যে অনেক কার্যকর হয়। সান্তোসে খেলার জন্য তাকে আগে ইনজুরি থেকে ভালোভাবে সেরে উঠতে হবে। উল্লেখ্য, ২০০৩ সালে নেইমার সান্তোসের মূল দলে খেলেন। তার আগে ক্লাবটির একাডেমিতেই বেড়ে ওঠেন তিনি। সান্তোসের জার্সিতে ৬ মৌসুমে একটি লিবের্তাদোরেস কাপসহ জেতেন ৬টি শিরোপা। 

এলআরবি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়