শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৬:২৬ বিকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩, ১০:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা ও দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে ১৯ জানুয়ারি বিপিএল শুরু

সাঈদুর রহমান: আগেই জানা গিয়েছিলো আগামী বছর জাতীয় নির্বাচনের পর মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। তবে এতোদিন দিনক্ষণ চূড়ান্ত না হলেও, এবার জানা গিয়েছে নির্দিষ্ট তারিখ। আগামী ১৯ জানুয়ারি পর্দা উঠবে এই মেগা আসরের। সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি।

জানুয়ারির ৭ তারিখে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর ১২ দিন পরই মাঠে গড়াবে দশম বিপিএল আসর। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে মোকাবিলা করবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ২০ জানুয়ারি দুপুরের হাইভোল্টেজ ম্যাচে সাকিবের রংপুর রাইড্রাসের বিপক্ষে মাঠে নামবে তামিমের ফরচুন বরিশাল। সন্ধ্যায় খুলনা টাইগ্রার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম।

প্রথম ধাপে মিরপুরে ৮ ম্যাচ খেলে দল গুলো পাড়ি জমাবে চায়ের দেশ সিলেটে। এবারের বিপিএলে মোট ১২ ম্যাচ আয়োজন করার সুযোগ পেয়েছে সিলেট স্টেডিয়াম কতৃপক্ষ। 

এরপর ৫ ফেব্রুয়ারি আবারো ঢাকায় ফিরবে ফ্রাঞ্চাইজি গুলো। দ্বিতীয় দফায় ঢাকাতে আট খেলে ১১ ফেব্রুয়ারি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে দল গুলো। সিলেটের সমান ১২ ম্যাচের আয়োজক হওয়ার সুযোগ পেয়েছে চট্টগ্রামও।

২৩ তারিখ তৃতীয় ধাপে লিগ পর্বের শেষ দুই ম্যাচ দিয়ে আবারো মিরপুরে ফিরবে বিপিএলে ম্যাচ। ২৫ তারিখ দিনের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে এলিমিনেটর অর্থাৎ তৃতীয় ও চতুথ পজিশনের লড়াই। সন্ধ্যায় মাঠে গড়াবে প্রথম সেমিফাইনাল।

২৭ তারিখ দ্বিতীয় সেমিফাইনাল খেলে দুই দিন বিরতির পর পহেলা মার্চ অনুষ্ঠিত হবে আসরের মেগা ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে বিপিএলের দশম আসরের। সম্পাদনা: এল আর বাদল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়