শিরোনাম
◈ জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে কঠিন পরীক্ষায় ইসি ◈ এলচেতে হোঁচট খে‌লো রিয়াল মা‌দ্রিদ   ◈ খা‌লিজ‌কে ৪-১ গো‌লে হারা‌লো আল নাসর, রোনালদোর চোখধাঁধানো গোল ◈ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ে সংকটে, ভারত–বাংলাদেশ সম্পর্ক নতুন টানাপোড়েনে ◈ ৫৮ বছর বয়সে বাবা হলেন সা‌বেক টে‌নিস তারকা ব‌রিস বেকার ◈ নির্বাচন-গণভোট একই দিনে: ইসিকে এমপাওয়ার করতে আসছে নতুন আইন ◈ বাণিজ্য, শিক্ষা, সংযোগে নতুন উদ্যোগ—ভুটান প্রধানমন্ত্রীর সফরে উভয় দেশের সন্তোষ ◈ স্থলপথে গত বছরে ভারত ভ্রমণ ১৮ লাখ ৫৯ হাজার; রাজস্ব আয় প্রায় ১৫০ কোটি টাকা ◈ বাংলাদেশে কম্পনের পর কম্পন—কেন হচ্ছে, কী বলছে বিশেষজ্ঞরা ◈ চরম নাটকীয়তার পর পাকিস্তানের কাছে সুপার ওভারে হে‌রে গে‌লো বাংলাদেশ

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৩, ০২:৪৯ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩, ০২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নভেম্বর মাসের সেরা খেলোয়াড় বিশ্বকাপজয়ী হেড ও বাংলাদেশি নাহিদা

সাঈদুর রহমান: গত আগস্টে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছিলো বাংলাদেশ নারী দল। এরপর গত মাসে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ নারী দল। যেখানে বড় অবদান রেখেছে নাহিদা আক্তার। ফলে আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোওয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। 

অন্যদিকে পুরুষ ক্রিকেট একই পুরস্কার পেয়েছেন অজি ব্যাটার ট্রভিস হেড। সদস্য শেষ হওয়ার বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত পারফরম করে দল বিশ্বকাপ উপহার দিয়েছিলেন এই বাম হাতি ব্যাটার। সেই পারফরম্যান্সের ভিত্তিতে মাস সেরার পুরস্কার পেয়েছেন তিনি।

সোমবার এক বিবৃতিতে নভেম্বর মাসেরা খেলোয়াড়ে নাম ঘোষণা করেছে আইসিসি।

কয়েকদিন আগে নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচনের জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার। বাকি একজন পাকিস্তানি সাদিয়া ইকবাল। 

অন্যদিকে ছেলেদের ক্রিকেটে নভেম্বরের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন ট্রাভিস হেড, মোহাম্মদ শামি ও গ্লেন ম্যক্সওয়েল। মূলত সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে এই তালিকায় জায়গা পেয়েছেন তারা। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়