শিরোনাম
◈ কক্সবাজারে মিথ্যা অপহরণ নাটকের মূলহোতা আটক করেছে ট্যুরিস্ট পুলিশ ◈ ইতিহাসের প্রথম পারমাণবিক হামলা সম্পর্কে আপনি কী জানেন? ◈ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সংগ্রহ করা হচ্ছে ৪০,০০০ বডি ক্যামেরা ◈ এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, যেভাবে দেখা যাবে ◈ ৪ বন্দর পেরিয়ে চট্টগ্রামে বাজল সংকেত, ব্রাজিল থেকে আসা কনটেইনারে পাওয়া গেছে তেজস্ক্রিয়তা! ◈ ৪০ বছর ধরে গর্ভে সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন বৃদ্ধা! ◈ এক বছরে দিল্লি ও ঢাকার সম্পর্ক রাতারাতি বদলে গেল কীভা‌বে? ◈ জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো নিউ জিল্যান্ড ◈ ‘গাজীপুর স্টাইলে’ ৫ সাংবাদিককে হত্যার ছক, ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস, তালিকায় যারা আছেন ◈ সপ্তমবার ভাঙলো জাপা!

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৩, ০৫:২০ বিকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২৩, ০৫:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ফুটবল দলের স্প্যানিশ কোচের মেয়াদ বাড়লো, বেড়েছে বেতনও

স্পোর্টস ডেস্ক: স্পেন থেকে ঢাকায় এসে ১১ মাসের জন্য জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন হ্যাভিয়ের কাবরেরা। ২০২২ সালের সেই সময়ে মাঠের পরিসংখ্যান কথা না বললেও কাবরেরা বাংলাদেশ দলকে গুছিয়ে আনতে পেরেছিলেন। সুবাদে আরো এক বছর জামাল-জিকোদের দায়িত্ব তুলে দেওয়া হয় এই স্প্যানিয়ার্ডের হাতে। ২০২৩ সালে এসে আশাজাগানিয়া পারফরম্যান্স করে বাংলাদেশ।

এবার এই কাবরেরার সঙ্গে আরো এক বছরের চুক্তি বৃদ্ধি করেছে বাফুফে। সঙ্গে বেড়েছে বেতনও। আগে মাসিক ৮ হাজার ডলার  বেতন পেলেও এখন ঠিক কত পাবেন তা জানায়নি বাফুফে। তবে বাফুফের বিশ্বস্ত সূত্র বলেছে, প্রায় ১৪ হাজার ডলার মাসিক বেতন নেবেন কাবরেরা। 

চুক্তি বৃদ্ধির পর কাবরেরা বলেছেন, কাজের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য তার। বর্তমানে ছুটি কাটাতে স্পেনে আছেন কাবরেরা। সেখান থেকে ক্ষুদে বার্তায় তিনি বলেছেন, আরো এক বছর এই দলের সঙ্গে থাকতে পারবো ভেবে ভালো লাগছে। এ বছর আমরা ইতিবাচক ফুটবল খেলেছি।

যদিও শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল প্রতিদ্বন্দ্বিতামূলক দল হয়ে ওঠা। ছেলেরা খুব চেষ্টা করেছে। কখনো পেরেছে, আবার কখনো পারেনি। পরের বছর আমাদের লক্ষ্য থাকবে ধারাবাহিকতা ধরে রাখা। হ্যাভিয়ের কাবরেরার অধীনে বদলে যাওয়া বাংলাদেশ দলকে দেখা গেছে।

২০২২ সালের জানুয়ারিতে জামালদের দায়িত্ব নেন কাবরেরা। প্রথম বছর তার অধীনে ৮ ম্যাচে মাত্র একটি ম্যাচ জিতলেও তার সঙ্গে চুক্তি বাড়ায় বাফুফে। তবে দ্বিতীয় মেয়াদেই দলের চেহারা বদলে ফেলেন কাবরেরা। সাফে সেমিফাইনালে খেলার পর বাংলাদেশকে নিয়ে গেছেন বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ধাপে। যেখানে শক্তিশালী লেবাননের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। কাবরেরার অধীনে ২১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিতেছে ৬টি, হার ৯ এবং ড্র করেছে ৬ টিতে। তথ্যসূত্র, কালেরকণ্ঠ

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়