শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৩:২৬ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৩:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট বাংলাদেশ

সাঈদুর রহমান: নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে কিউইদের স্পিন ঘূর্ণতে বিধ্বস্ত হয় মিরাজ-শান্তরা। প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয় স্বাগতিকরা।

প্রথম সেশন:
এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি দুই টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হোসেন। ৮ রান করে জাকির আউট হলে, ১৪ রান করে তার দেখানো পথে হাঁটেন জয়। এদিন ব্যাটে আলো ছড়াতে পারেননি অধিনায়ক নাজমুল হাসান শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হক। শান্ত (৯) এবং (৫) রানে মুমিনুল আউট হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে ৮০ রান তুলতে পারে স্বাগতিকরা।

দ্বিতীয় সেশন:
শান্তদের উইকেট মিছিলে যখন দিশেহারা বাংলাদেশের ব্যাটিং লাইন, তখন শাহাদাত হোসেন দিপুকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। দুজনে মিলে ৫৮ রানে জুটি গড়েন। তবে ব্যক্তিগত ৩৫ রানে বোকা ধরা পড়েন মুশফিুর রহিম। বাইরের বল হাত দিয়ে ধরতে গিয়ে অ্যাবস্ট্র্যাক্ট আউট হন তিনি। এরপর ৩১ রান করে ক্যাচ আউট হন শাহাদাত। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি  সোহানও। ৭ রান করে সাজঘরে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার। দ্বিতীয় সেশন শেষে আট উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে স্বাগতিকরা।

তৃতীয় সেশন:
চা বিরতি থেকে ফিরে পেসার শরিফুলকে সঙ্গে নিয়ে লড়াই করতে থাকে নাঈম হাসান। তবে  শরিফুল ১০ রানে আউট হলে ১৭২ রানে থেমে যায় টাইগারদের প্রথম ইনিংস। অপর প্রান্তে ১৩ রানে অপরাজিত ছিলেন নাঈম।

নিউজিল্যান্ডের হয়ে মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস তিনটি করে উইকেট নেন। এছাড়া আজাজ প্যাটেল দুইটি এবং টিম সাউদি এক উইকেট শিকার করেন। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়