সাঈদুর রহমান: গত মৌসুমে দুর্দান্ত ছন্দে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিলো ম্যানচেস্টার সিটি। তবে চলতি মৌসুমে সময়টা ভালো যাচ্ছে না ইলিংশ জায়ান্টদের। টানা তিন ম্যাচে জয় বঞ্চিত পেপ গার্দিওলার শিষ্যরা। আগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর রোববার দিবাগত রাতে টটেনহ্যামের বিপক্ষে ৬ গোলের ম্যাচেও জয়ের দেখা পায়নি ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ৩-৩ গোলে ড্র করে মাঠ ছেড়েছে সিটিজেনরা।
এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় টটেনহাম। ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচের ৬ মিনিটেই দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং মিনের গোলে এগিয়ে যায় সফরকারীরা। কিন্তু সন হিউং মিনই তিন মিনিট পর এবার আত্মঘাতি গোল করে ম্যানসিটিকে সমতায় ।
এরপর দুইবার এগিয়ে গিয়েছিলো পেপ গার্দিওলার দল। কিন্তু দুইবারই ম্যাচে দারুণভাবে ফিরে আসে টটেনহাম। শেষ পর্যন্ত রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ গোলে।
ম্যাচের ৩১তম মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে লিড নেয় স্বাগতিকরা। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানসিটি। সূত্র: গোলডটকম
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে টটেনহাম। একের পর এক আক্রমণ করে সিটির রক্ষণভাগকে ব্যস্ত রাখে সফরকারীরা। তার সাফল্য আছে ম্যাচে ৬৯ মিনিটে। সন হিউং মিনের বাড়ানো বল থেকে লক্ষ্যভেদ করেন জিওভানি লো সেলসো।
এরপর জমে ওঠে ম্যাচ। আক্রমণ প্রতিআক্রমণে এগিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। ম্যাচের ৮১ মিনিটে জ্যাক গ্রিলিশের গোলে আবারো এগিয়ে যায় সিটিজেনরা। তবে লিড ধরে রাখতে পারেনি সফরকারীরা। ৯০ মিনিটে আবারো সমতায় ফেরে টটেনহাম । জনসনের ক্রসে দারুণ হেডে বল জালে পাঠান কুলুসেভস্কি। এতে ৩-৩ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
এই ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলে আরো পিছিয়ে পড়েছে সিটিজেনরা। ১৪ ম্যাচে৩০ পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বর স্থানে তারা। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল।
এসআর/জেএ