সাঈদুর রহমান: ওয়ানডে ও টি- টোয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে দুই দল। রোববার দক্ষিণ আফ্রিকার বোনেনিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিংয়ে স্বাগতিকদের ১৫০ রানের লক্ষ্য দেয় সফরকারীরা।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে দুই টাইগ্রেস অধিনায়ক শামীমা সুলতানা ও মুর্শিদা খাতুন। দুজনের ব্যাট থেকে আসে ৪৪ রান। ২৪ রানে শামীমা আউট হলে, মুর্শিদাকে সঙ্গ দেন সোবহানা মোস্তারি। ১৬ রান করে লেগ বিফোরে কাঁটা পড়েন মোস্তারি।
কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ৫১ বলে ফিফটি তুলে নেন মুর্শিদা খাতুন। পিচে এসে ব্যাটা চালাতে থাকেন অধিনায়ক জ্যোতিও। শেষ পর্যন্ত মোস্তারির ৫৯ বলে ৬২* রান এবং নিগার সুলতানার অপরাজিত ৩৪ রানে ভর করে ১৪৯ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশের মেয়েরা।
দক্ষিণ আফ্রিকার হয়ে নন্দুমিসো সাঙ্গাস ও এলিজ-ম্যারি মার্ক্স একটি করে উইকেট শিকার করেন। সম্পাদনা: এল আর বাদল