তারিক আল বান্না: চতুর্থ বিশ্ব কারাতে-দো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে স্বর্নপদক জিতেছেন বাংলাদেশের প্রতিযোগী নূরুজ্জামান।
[৩] ব্রাজিলের পেরনামবুকু রাজ্যের অলিনডায়, সিনিয়র মাস্টার কাতা ইভেন্টে চিলির প্রতিপক্ষকে ৪-১ ব্যবধানে পরাজিত করে স্বর্ন জেতেন নূরুজ্জামান। এই ইভেন্টে ব্রোঞ্জপদক জয় করে স্বাগতিক ব্রাজিল। নূরুজ্জামানের ইভেন্টে বিভিন্ন দেশের ২৯ জন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করেন।
[৪] তিন দিনের এই প্রতিযোগিতায় ১৩টি দেশের ২৪৫ জন কারাতেকা অংশ নেন। বাংলাদেশের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে নূরুজ্জামান এই চ্যাম্পিয়নশিপে অংশ নেন। রোববার ছিল প্রতিযোগিতার সমাপনী দিন। সম্পাদনা: এল আর বাদল