সাঈদুর রহমান: আগামী ৮ ডিসেম্বর দুবাইয়ে যুব এশিয়া কাপের পর্দা উঠবে । যেখানে বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আরব আমিরাত ও জাপান। এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
রোববার এক বিবৃতিতে মাহফুজুর রহমান রাব্বিকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি।
আগামী ৯ ডিসেম্বর থেকে এশিয়া কাপের মিশন শুরু হবে জুনিয়র টাইগারদের। বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আরব আমিরাত। ১১ ডিসেম্বর জাপানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১৩ তারিখ শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্ব।
এরপর ১৫ তারিখ অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আসরের মেগা ফাইনাল।
বাংলাদেশ স্কোয়াড: আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরি রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, রাফিউজ্জামান রাফি, রহমত উল্লাহ বর্সোন, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকি ও মারুফ মৃধা।
স্ট্যান্ড বাই: রিজান হোসেন, নাঈম আহমেদ ও জিহাদুল হক জিহাদ। সম্পাদনা: এল আর বাদল