শিরোনাম
◈ এবার তারেক রহমান ও মির্জা ফখরুলকে ফেসবুকে ট্যাগ করে যা বললেন সারজিস ◈ সৌদি আরবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো ◈ টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক আলোচনার দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ: আলোচনায় একাধিক বিকল্প ◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩, ০৮:০১ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়ছেন জয়

সাঈদুর রহমান: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মঙ্গলবার মাঠে নেমেছিলো বাংলাদেশ। প্রথম দিন শেষে অবশ্য ভালো অবস্থানেই রয়েছে টাইগাররা। ৯ উইকেটে ৩১০ রানে প্রথম দিন শেষ করেছে। যেখানে মূল অবদান রয়েছে তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়ের। ২৩ বছর বয়সী এই টাইগার ওপেনার এদিন ব্যক্তিগত সর্বোচ্চ ৮৬ রান করেছেন।

কিউইদের বিপক্ষে এদিন শুরু থেকেই ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দিচ্ছিলেন জয়। টেস্ট মেজাজে তিনি কিউই বোলারদের পরীক্ষা নিয়েছেন। তবে সেট ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও সেঞ্চুরি করতে না পারার আক্ষেপে পুড়ছেন জয়। দিন শেষে সংবাদ সম্মেলনে সেই আক্ষেপের কথাও স্বীকার করেছেন তিনি।

জয় বলেন, আমারও বড় ইনিংসের সুযোগ ছিল, মিস করে ফেলেছি। সবসময় এরকম সুযোগ আসে না। সবাই ভালো শুরু পেয়েছিল, কিন্তু শেষটা ভালো করতে পারেনি। এটাই আমাদের আক্ষেপ।

তিনি বলেন, স্কোর বোর্ডে ৩০০ রান আছে। আমরা ভালো পজিশনে আছি। ওপেনার হিসেবে প্রতিদিন তো আর সেট হওয়ার সুযোগ আসে না। দুইটা সুযোগই হাতছাড়া করেছি। ইনশাআল্লাহ সামনে আরও ভালো করার চেষ্টা করবো।

বাংলাদেশের দলীয় লক্ষ্য কেমন ছিল এমন প্রশ্নে এই টাইগার ওপেনার বলেন, আমাদের লক্ষ্য ছিল ৩৫০ বা ৩৮০ রান। হয়নি, চেষ্টা করব যে রান আছে এই রানের মধ্যে কোয়ালিটি স্পিনার দিয়ে ওদের আটকে রাখার।স্পিনাররা যদি ভালো জায়গায় বল করতে পারে, ইনশাআল্লাহ কম রানে অলআউট করা সম্ভব। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়