শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ১১:২৬ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরো বাছাইয়ে আইসল্যান্ডকে হারালো পর্তুগাল

স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত সময় পার করছে পর্তুগাল। ইউরো বাছাইয়ে একের পর জয় নিয়ে মাঠ ছাড়ছে তারা। দশ ম্যাচের সবগুলোতেই জয়ের দেখা পেয়েছে দলটি। রোববার ‘জে’ গ্রুপের ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে রবার্তো মার্টিনেজের দল। পর্তুগালের জার্সিতে এদিন গোলের দেখা পেয়েছেন ব্রুনো ফার্নান্দেস এবং রিকার্দো হোর্তা।

আইসল্যান্ডের বিপক্ষে পর্তুগালের জয়ের দিন গোলের দেখা পাননি দলটির তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এদিন বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি তিনি। বাছাইয়ে রোনালদো করেছেন ১০ গোল।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল পর্তুগাল। দিয়াসের ক্রস থেকে বক্সে রোনালদোর হেড উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। সপ্তম মিনিটে দুরূহ কোণ থেকে ওটাভিওর শট ক্রসবারে লাগে। পরে ম্যাচের ৩৭ মিনিটে প্রথম গোলের দেখা পায় পর্তুগাল।

বার্নাদো সিলভার ব্যাকহিল ফ্লিকে বক্সের ঠিক বাইরে বল পেয়ে গোল করেন ব্রুনো ফার্নান্দেস। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় পর্তুগাল। 

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে নিজেদের দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পর্তুগালকে। ম্যাচের ৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হোর্তা। রোনালদোর প্রচেষ্টা আইসল্যান্ডের গোলরক্ষক ফিরিয়ে দেয়ার পর সেই ফিরতি বল জালে পাঠিয়ে উচ্ছ্বাসে মাতেন হোর্তা। একেবারে শেষদিকে সফরকারীদের একটি প্রচেষ্টা পোস্টে লাগায় ব্যবধান কমেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়