শিরোনাম
◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার!

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০৮:০৯ রাত
আপডেট : ১০ জুন, ২০২৩, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি জিততে ভারতকে গড়তে হবে বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক: গত এক দশকে আইসিসির কোনো শিরোপা জেতা হয়নি ভারতের। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সর্বশেষ তারা বৈশ্বিক ট্রফি জিতেছিলো ২০১৩ সালে। সেটা ভারত জিতেছিল ইংল্যান্ডেরই মাটিতে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এবার ইংল্যান্ডের মাটিতে আরেকটি বৈশ্বিক শিরোপার ফাইনাল খেলছে ভারত। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এখন যেখানে দাঁড়িয়ে, ভারতের জন্য কাজটা বেশ কঠিনই। ভারতের সামনে ৪৪৪ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। এমনিতে ম্যাচটি ড্র হলে দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। কিন্তু ম্যাচ শেষ হতে সাড়ে ৪ সেশন বাকি আছে। এ ম্যাচ ড্র করা ভারতের জন্য সহজ ব্যাপার হবে না। সূত্র: প্রথম আলো

ওভালে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটি ১২১ বছরের পুরোনো। ১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬৩ রানের লক্ষ্য ছুঁয়ে ১ উইকেটে জিতেছিলো ইংল্যান্ড।
শুধু ওভালের রেকর্ডই নয়, ভারতকে জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হবে। এর আগে টেস্টের ১৪৬ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালের মেতে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার দেওয়া ৪১৮ রানের লক্ষ্য ছুঁয়েছিল তারা ৩ উইকেট হাতে রেখে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যে দল জিতবে, তাদের ট্রফি হিসেবে দেওয়া হবে একটি গদা। এই গদাকে টেস্টের রাজদণ্ড বলাই যায়। তা এই রাজদণ্ড জয়ের লড়াইয়ে ভারত মূলত পিছিয়ে পড়ে প্রথম ইনিংসে। অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে ভারত তুলতে পেরেছিল ২৯৬ রান। ১৭৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে খুব একটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। ইনিংস ঘোষণার আগে ৮ উইকেটে ২৭০ রান তুলতে পেরেছে তারা। সূত্র: ক্রিকইনফো

৪ উইকেটে ১২৩ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া। শনিবার চতুর্থ দিন সকালে দুর্দান্ত বোলিং করেন ভারতের পেসাররা। দিনের তৃতীয় ওভারেই মারনাস লাবুশেনকে তুলে নেন উমেশ যাদব। স্লিপে চেতেশ্বর পূজারার হাতে ক্যাচ দেওয়ার আগে ১২৬ বলে ৪ চারে ৪১ রান করেছেন লাবুশেন।

লাবুশেনের আউটের পর উইকেট পেতে লম্বা সময়ই অপেক্ষা করতে হয়েছে ভারতকে। কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের স্বস্তিতে খেলতে দেননি মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, শার্দূল ঠাকুররা। এমনকি স্পিনার রবীন্দ্র জাদেজাও ভালো বোলিং করেছেন। ২৩ ওভারে ৫৮ রানে ৩ উইকেট নিয়েছেন জাদেজা। যাদব ২ উইকেট নিয়েছেন ৫৪ রানে। ৩৯ রানে শামির উইকেট ২টি। রিপোর্ট: সাঈদুর রহমান,সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়