সাঈদুর রহমান: আগামী ২১ জুন ভারতে মাটিতে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। এই আসরকে কেন্দ্র করে ৩০ জনের প্রাথমিক দল নিয়ে অনুশীলন ক্যাম্প করেছিলো বাফুফে। ক্যাম্পের খেলোয়ারদের পারফরম্যান্সের উপর ভিক্তি করে সাফের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। শুক্রবার সংবাদ সম্মেলনে আসেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এবং অধিনায়ক জামাল ভূঁইয়া।
ঘরোয়া ফুটবলের চলমান লিগে দেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৯ গোল করেও সাফের চূড়ান্ত দলে জায়গা হয়নি আবাহনীর এলিটা কিংসলের।
কিংসলেকে বাদ গেলেও বসুন্ধরা কিংসের সুমন রেজাকে চূড়ান্ত দলে রেখেছেন হ্যাভিয়ের। অথচ সুমন রেজা ঘরোয়া লিগে এবার কোনো গোলই করতে পারেননি। এরপরও কিংসলের বদলে সুমনকে নেয়ার কারণ সম্পর্কে হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, টাফ কম্পিটিশন, ক্যাপাসিটি ও কোয়ালিটি এই তিন ক্যাটাগরি বিবেচনায় দল নির্বাচন করা হয়েছে।
কোচ হ্যাভিয়েরের পাশে বসে ছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। পুরো সংবাদ সম্মেলনে এলিটার বাদ পড়ার বিষয়টি ঘুরে-ফিরে এসেছে। অধিনায়ক জামালও এই বিষয়ে কোচের দিকেই বল ঠেলে দিয়েছেন, বুঝতে পারছি আপনারা দল নিয়ে অনেক প্রশ্ন করছেন। কোচ খেলা দেখেছে এবং অনুশীলন করিয়েছে। সে যেটা ভালো মনে করেছেন তাদেরই নিয়েছে। এখন যারা রয়েছে তাদের নিয়েই আমাদের পরিকল্পনা করতে হবে।
বাংলাদেশের ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড: আনিসুর রহমান, মিতুল মারমা, শহিদুল আলম, কাজী তারিক রায়হান, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, ঈশা ফয়সাল, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মাশুক মিয়া, সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন, রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম ও আমিনুর রহমান। সম্পাদনা: এল আর বাদল
এলআরবি/এসএ