শিরোনাম
◈ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা ◈ ‘পছন্দ না হলে মাজারে নাও আসতে পারেন, আঘাত-ভাঙচুর গ্রহণযোগ্য নয়’ ◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ০৭:২৪ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৩, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্স ওপেনের সেমিফাইনালে সাবালেঙ্কা

তারিক আল বান্না: এবারের ফ্রান্স ওপেন টেনিস টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালিস্ট চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা। এছাড়া, সেমিফাইনালে নাম লিখিয়েছেন বিশ্বের দুই নম্বর খেলোয়াড় বেলারুশের ইরানা সাবালেঙ্কা। সূত্র: টেনিস২৪.কম 

শেষআটের দ্বিতীয় ম্যাচে চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ২৫ বছর বয়সী সাবালেঙ্কা সরাসরি ৬-৪ ও ৬-৪ সেটে ইউক্রেনের এলিনা সিতোলিনাকে পরাজিত করেন। এরআগে, শেষআটের প্রথম ম্যাচে মঙ্গলবার ২৬ বছর বয়সী বিশ্বের ৪৩ নম্বর খেলোয়াড় মুচোভা সরাসরি ৭-৫ ও ৬-২ সেটে ৩১ বছর বয়সী রাশিয়ার অ্যানাস্থাসিয়া পাভলুচেনকোভাকে হারিয়ে দেন।     

এদিকে, বর্তমান চ্যাম্পিয়ন, বিশ্বের এক নম্বর খেলোয়াড় পোল্যান্ডের ইগা শিয়াতেক কোয়ার্টার ফাইনালে খেলবেন গতবারের ফাইনালে তার প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফের বিরুদ্ধে। শিয়াতেকের শেষষোল’র প্রতিপক্ষ উইক্রেনের লেসিয়া সুরেঙ্কো প্রথম সেটে চলাকালেই ইনজুরিতে পড়েন এবং ম্যাচ থেকে অবসর নেন। 

বছরের দ্বিতীয় গ্রান্ড স্লাম টেনিস আসর ফ্রান্স ওপেনে সোমবারের ওই ম্যাচের প্রথম সেটে শিয়াতেক ৫-১ গেমে এগিয়ে থাকা অবস্থায় সুরেঙ্কো ম্যাচ ছেড়ে চলে যান। অপর ম্যাচে বিশ্বের ৬ নম্বর খেলোয়াড় গফ সরাসরি ৭-৫ ও ৬-২ সেটে স্লোভাকিয়ার আনা ক্যারোলিনা সিমিদলোভাকে পরাজিত করেন। 

তিউনেশিয়ার অন্স জুবায়ের সরাসরি ৬-৩ ও ৬-১ সেটে বার্নারডা পেরাকে হারিয়ে দেন। জুবায়ের শেষআটে খেলবেন ব্রাজিলের বিয়াটরিজ হাদ্দাদ মাইয়ার বিপক্ষে। হাদ্দাদ স্পেনের সারা সরিবেস তোরমোকে ৬-১ ও ৬-৩ সেটে হারিয়ে দেন তার শেষ ষোল’র লড়াইয়ে। সম্পাদনা: ইমরুল শাহেদ   

টিএবি/আইএস/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়