শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ০৭:৪১ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৩, ০৭:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেলেন হ্যাজলউড

মাইকেল নেসার

স্পোর্টস ডেস্ক: আগামী ৭ জুন  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে মোকাবিলা করবে আস্ট্রেলিয়া। এর আগেই দল থেকে ছিটকে গেছেন অজি পেসার জশ হ্যাজলউড। ১৫ সদস্যের দলে তাই পরিবর্তন আনতে হয়েছে অজি ক্রিকেট বোর্ডকে। হ্যাজলউডের জায়গায় ডাক পেয়েছেন আরেক পেসার মাইকেল নেসার। সূত্র: প্রথমআলো

বেশ কিছুদিন ধরে চোটের সঙ্গে লড়াই করছেন হ্যাজলউড। আইপিএল থেকে চোট নিয়ে আগেভাগেই ফিরে যান তিনি। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে রাখা হয়েছিল তাঁকে। কদিন আগে ফাইনালে খেলার ব্যাপারে নিজের আশার কথাও শুনিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ছিটকেই গেলেন। জানা গেছে, গতকাল তিনটি অনুশীলন সেশনের পর  বোরবার তার বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে না পারলেও ১৬ জুন থেকে শুরু অ্যাশেজে তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি। তিনি বলেন, জশ সবুজ সংকেত পাওয়ার খুব কাছাকাছি ছিল। তবে আমাদের সামনে যা সূচি (ফাইনালের পর পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজ), তাতে এটিকে একমাত্র টেস্ট হিসেবে বিবেচনা করলে চলবে না। এজবাস্টনের আগে এখন তাই জশ আদর্শ প্রস্তুতির সুযোগ পাবে। সাত সপ্তাহের একটু বেশি সময়ের মধ্যে ছয়টি টেস্ট আছে বলে ফাস্ট বোলিংয়ের সব অস্ত্রই লাগবে আমাদের। সূত্র: ক্রিকইনফো

আইপিএল ছাড়ার সময় হ্যাজলউডকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে, এমনই মনে করা হচ্ছিল। দুই বছর ধরে অ্যাকিলিস ও মাংসপেশির টান ভোগাচ্ছে তাঁকে। অস্ট্রেলিয়ার সর্বশেষ ১৯টি টেস্টের মধ্যে মাত্র ৪টিতে খেলেছেন এ পেসার।

হ্যাজলউডের চোটে নেসার ডাক পেলেও মূল একাদশে থাকার সম্ভাবনা বাড়ল স্কট বোল্যান্ডের। ইংল্যান্ডে অবশ্য বেশ ভালো একটা সময়ই কাটিয়েছেন গ্ল্যামরগানের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলা নেসার। ৩৩ বছর বয়সী পেসার ৫ ম্যাচে নিয়েছেন ১৯ উইকেট। স্টিভ স্মিথের দল সাসেক্সের বিপক্ষে এ মৌসুমে একটি সেঞ্চুরিও করেছেন। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে দুটি টেস্ট খেলেছেন নেসার। ১৬.৭১ গড়ে নিয়েছেন ৭টি উইকেট। অন্যদিকে ৩৪ বছর বয়সী বোল্যান্ড খেলেছেন সাতটি ম্যাচ। ১৩.৪২ গড়ে তাঁর উইকেট ২৮টি। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়