শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ০৫:০৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৩, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনকল্যাণমূলক কাজের জন্য সিঙ্গাপুর গিয়েছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: গত বছর কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পরই ইংলিশ প্রিমিয়ার লিগ ছেড়ে দুই বছরের চুক্তিতে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে পাড়ি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। যোগ দেওয়ার পর থেকে লিগে করেছেন ১৪ গোল। এদিকে কয়দিন আগেই শেষ হয়েছে সৌদি লিগের এবারের মৌসুম। আর এরপরই হুট করে সিঙ্গাপুরে উড়াল দিয়েছেন সিআর সেভেন। সেখানে গিয়ে তাকে দেখা গেল প্যাডেল বল খেলতে এছাড়াও যুক্ত হয়েছেন আরও বেশ কিছু অনুষ্ঠানে। সূত্র: মাদারশিপ

তবে হুট করে এ মহাতারকার এমন সফরে ভক্তদের মনে জেগেছিল অনেক কৌতূহল। পরে অবশ্য তার ভ্রমণের মূল রহস্য জানা গেছে। জনকল্যাণমূলক কাজেই সিঙ্গাপুর গিয়েছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার। দীর্ঘদিনের বন্ধু পিটার লিমের সঙ্গে দেখা করেছেন রোনালদো। সিঙ্গাপুরে ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘুরে দেখেছেন পর্তুগিজ তারকা ফুটবলার। 

এছাড়া গত শনিবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, সিঙ্গাপুরে ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিশ্বের একমাত্র ট্রপিকাল গার্ডেন। সেখানে আমি বন্ধু পিটার লিমের এনপার্কসে গিয়েছি এবং এনপার্কসে পিটার লিম স্কলারশিপ দেখেছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। সূত্র: ইনস্টাগ্রাম

এদিকে শনিবার শেষ হয়েছে রোনালদোর এই সিঙ্গাপুর সফর। এ সফর শেষ হওয়ার আগে তিনি ভিক্টোরিয়া জুনিয়র কলেজের (ভিজেসি) ১ হাজার তরুণের সামনে তাদের স্বপ্ন পূরণের বিষয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন এবং শিশুদের সঙ্গে প্রীতি প্যাডেল বল খেলেছেন। এসময় এ খেলায়ও তিনি তার প্রতিভা দেখিয়ে ভক্তদের বিনোদন দেন। তার প্রতিপক্ষ হিসেবে খেলেছেন ১৭ বছর বয়সী প্রাকশিতা কুপ্পুসামি নামের এক তরুণ। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়