শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৩:৫৯ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা, বিজয়ী দল পাবে ১৬ লাখ ডলার 

স্পোর্টস ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়ার শিরোপার লড়াইয়ের মধ্যদিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের পর্দা নামবে। আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত হবে মর্যাদার লড়াইটি। শিরোপার লড়াইয়ে দুই সপ্তাহ আগে ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য মোট ৩৮ লাখ ডলারের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকইনফো 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্যই থাকছে প্রাইজমানি। চ্যাম্পিয়ন, রানার্স-আপসহ প্রতিটি দলই পাবেন ভিন্ন ভিন্ন অংকের অর্থ। উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আসরেও একই (৩৮ লাখ ডলার) প্রাইজমানি ছিল। 

শুক্রবার (২৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার, রানার্স-আপ দলের জন্য প্রাইজমানি থাকছে ৮ লাখ ডলার। তবে ম্যাচ ড্র হলে মোট ২৪ লাখ ডলার দুই দল ভাগাভাগি করে নেবে। আইসিসি

দ্বিতীয় আসরে তৃতীয় হওয়া দল দক্ষিণ আফ্রিকা পাচ্ছে সাড়ে চার লাখ ডলার। চতুর্থ হওয়া ইংল্যান্ডের জন্য থাকছে সাড়ে তিন লাখ ডলার। পঞ্চম স্থানে থাকা শ্রীলঙ্কা পাবে ২ লাখ ডলার।

এছাড়া নিউজিল্যান্ড (৬ষ্ঠ), পাকিস্তান (৭ম),  ওয়েস্ট ইন্ডিজ (৮ম) ও নবম স্থানে থাকা বাংলাদেশ সমান ১ লাখ ডলার করে পাবে। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়