স্পোর্টস ডেস্ক: শুরুটা ভালোই করেছিলো ফিওরেন্তিনা। দুর্দান্ত আক্রমণে মনে হয়েছিলো এই ম্যাচ তারাই জিতবে। কিন্তু শেষ পর্যন্ত তারা পেরে উঠলো না। উল্টো লাউতারো মার্তিনেসের নৈপুণ্যে ঘুরে দাঁড়াল ইন্টার মিলান। প্রতিপক্ষের আক্রমণ সামাল দিয়ে ইতালিয়ান কাপের শিরোপা ধরে রাখলো। গোল ডটকম
রোমের অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে রোমাঞ্চকর ফাইনালে ২-১ ব্যবধানে জিতেছে সিমোন ইনজাগির দল। তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। নিকোলাস গনসালেসের গোলে শুরুতেই এগিয়ে যায় ফিওরেন্তিনা। মার্তিনেসের জোড়া গোলে জয়ের হাসিতেই মাঠ ছাড়ে ইন্টার।
ইতালিয়ান কাপে এটি তাদের নবম শিরোপা, এবার জিতে দলটি স্পর্শ করল রোমাকে। তাদের চেয়ে বেশি শিরোপা (১৪) আছে কেবল ইউভেন্তুসের।
এলআরবি/এইচএ
আপনার মতামত লিখুন :