শিরোনাম

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৩, ১০:৩৪ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৩, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো বাংলাদেশে খেলার প্রস্তাব দেয়নি পিসিবি : নাজাম শেঠি

নাজাম শেঠি

স্পোর্টস ডেস্ক: আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো বাংলাদেশে আয়োজন নিয়ে যে খবর ছড়িয়েছে তা ভিত্তিহীন বলে দাবি করেছেন নাজাম শেঠি। পিসিবি প্রধান বলেছেন, আইসিসি মিটিংয়ে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি।

সম্প্রতি দুবাইয়ে আইসিসি সভায় অনানুষ্ঠিক আলোচনায় পিসিবি নাকি পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দেয়। ওই সভাতেই বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশের নামও ওঠার কথা শোনা যায়। কিন্তু শুক্রবার নাজাম শেঠি বলেন, এখন অবধি এসব নিয়ে কোনো কথাই বলেননি তারা। বিডিনিউজ

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে কোনো পর্যায়ে আমি আইসিসির প্রসঙ্গ কিংবা অক্টোবরে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপ নিয়ে কোনো মন্তব্য করিনি। এখন পর্যন্ত আইসিসির কোনো সম্মেলনে এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি।

বিশ্বকাপের আগে আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে বসবে এশিয়া কাপ। কিন্তু এই টুর্নামেন্টে খেলতে প্রতিবেশী দেশে যেতে রাজি নয় ভারত। তাই ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের কথা ভাবছে এসিসি। নাজাম জানিয়েছেন, এখনও বিষয়টি আলোচনার টেবিলে আছে হিন্দুস্তানটাইমস  সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়