শিরোনাম
◈ সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে: প্রেস উইং ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও)

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৫:৪৪ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম টি-টোয়েন্টিতে

বৃষ্টি আইনে ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পেলো আয়ারল্যান্ড

আয়ারল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: ওয়ানডে সিরিজ জয়ের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। সোমবার ব্যাটে নেমে বৃষ্টির কারণে ৪ বল হাতে রেখে ২০৭ রানে মাঠ ছাড়ে বাংলাদেশ। বৃষ্টি থামার পর কমে এসেছে ম্যাচের দৈর্ঘ্যও। নতুন টার্গেটে আয়ারল্যান্ডকে ৮ ওভারে করতে হবে ১০৪ রান।

 এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪০ রান তুলেছে আয়ারল্যান্ড।

সোমবার টস হেরে ব্যাটে নেমে শুরু থেকেই তাণ্ডব শুরু করেন দুই টাইগার ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। মাত্র ৪ ওভারেই অর্ধশত পূরণ করে বাংলাদেশ। লিটনের ৪১ রান ও রনির ৩৮ রানের মারকুটে ইনিংসের পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ৮১ রান। যা বাংলাদেশের ইতিহাসে পাওয়ার প্লেতে সর্বোচ্চ সংগ্রহ। লিটন দাস ২৩ বলে ৪৭ রান করে আউট হলেও ২৫ বলে অর্ধশতক পূরণ করেন রনি তালুকদার।

এদিন মাত্র ১৪ রান করে সাঁজঘরে ফেরেনে শান্ত। এরপর ৩৮ বলে ৬৭ রান করে রনি আউট হলে শামীম হোসেন দলকে ভরসা দেন। ২০ বলে ৩০ রান করে ক্যাচ আউটে কাটা পড়েন শামীম। মিরাজের ১ বলে ৪ রান ও সাকিবের অপরাজিত ১৩ বলে ২০ রানের ইনিংসে ৪ বল হাতে রেখে ২০৭ রান তুলে বৃষ্টির কারণে মাঠ ছাড়ে বাংলাদেশ।

টসে জিতে বোলিংয়ে নেমে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন ক্রেগ ইয়ং। হ্যারি টেক্টর, মার্ক অ্যাডায়ার ও গ্র্যান্ড হিউম একটি করে উইকেট শিকার করেন। রিপোর্ট: সাঈদুর রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়