শিরোনাম
◈ দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র পেছনে ফেলে নির্বাচনের পথে বিএনপি ◈ স্প‌্যা‌নিশ লা লিগায় বার্সেলোনার টানা সপ্তম জয় ◈ ইউ‌রো‌পীয় ইউ‌নিয়ন বাংলাদেশের ফুটবল উন্নয়নে পা‌শে থাক‌তে আগ্রহী ◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০২:৫২ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ১৯৮ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড 

নিউজিল্যান্ড 

নিজস্ব প্রতিবেদক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ১৯৮ রানের বড় জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। শনিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে লঙ্কানদের ২৭৫ রানের লক্ষ্য দেয় কিউইরা। জবাবে ব্যাটে নেমে মাত্র ৭৬ রানেই অলআউট হয় শ্রীলঙ্কা। এতে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিকরা।

কিউইদের দেওয়া ২৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিউই বোলিং তোপে মাত্র ৩১ রানে ৫ উইকেট হারিয়ে দিশেরাহারা শ্রীলঙ্কা। অ্যাঙ্গেলো ম্যাথুজ (১৮), চামিকা করুণারত্নে (১১) ও লাহিরু কুমারা (১০) ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি কোনো লঙ্কান ব্যাটার। কুশল মেন্ডিস ও অধিনায়ক দাসুন শানাকা ডাক আউট হয়ে সাঁজ ঘরে ফেরেন। এতে ৭৬ রানে অলআউট হলে ১৯৮ রানের বড় জয় পায় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন হেনরি শিপলি। এছাড়াও ড্যারিল মিচেল ও ব্লেয়ার টিকনার দুটি করে উইকেট পেয়েছেন।

এদিন টসে হেরে ব্যাট করতে নেমে ২৭৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ওপেনার ফিন অ্যালেন খেলেন ৪৯ বলে ৫১ রানের ইনিংস। এরপর রাচিন রবিন্দ্র ৪৯ ও ড্যারিল মিচেল ৪৭ রান করেন। এছাড়া ফিলিপসের ৩৯ রানের ইনিংসে লড়াকু পুঁজি পায় নিউজিল্যান্ড। ম্যাচসেরা হয়েছেন  হেনরি শিপলি। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়