শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৯:০২ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে দোটানায় ক্লাব পিএসজি

স্পোর্টস ডেস্ক: বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম কিংবদন্তি ফুটবলার আর্জেন্টিনার লিওনেল মেসি। গত বছরেই দেশকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন ফুটবল বিশ্বকাপের ট্রফি। দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়েছেন তিনি। এরপরে ফিরে গিয়েছেন ক্লাব ফুটবলে। তবে ক্লাব ফুটবলে তার সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। পিএসজি ঘরোয়া টুর্নামেন্ট হোক কিংবা ইউরোপীয় টুর্নামেন্ট, কোনও ক্ষেত্রেই খুব ভালো ফল করতে পারেনি তিনি। স¤প্রতি ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে নাকি তার সম্পর্কের শীতলতা তৈরি হয়েছে। এমনটাই রটনা ক্লাব পাড়ায়। - এল কুইপ

উল্লেখ্য এই মওশুমের শেষ পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে মেসির। ইতিমধ্যেই মেসির কাছে একাধিক ক্লাবের তরফে মোটা অঙ্কের টাকার প্রস্তাবও দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে সৌদি লিগে খেলা ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিপক্ষ ক্লাব আর হিলালের প্রস্তাবও। ফলে চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে পিএসজির সঙ্গে মেসির চুক্তি আদৌ পূণরায় হবে কিনা সেই বিষয়ে নিশ্চিত নয় তার ক্লাব পিএসজি।

ফরাসি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী মেসির ক্লাব পিএসজিও নাকি ভাবনা চিন্তা করছে তারা আদৌ মেসির চুক্তি পুনর্নবীকরণের উদ্যোগ নেবে কিনা। যদিও গত মাসেই ক্লাবের ডিরেক্টর লুইস ক্যাম্পোস জানিয়েছিলেন মেসির সঙ্গে নাকি তাদের তরফে আলোচনা করা হচ্ছে চুক্তি নবায়নের বিষয়টি নিয়ে। প্রখ্যাত ফরাসি সংবাদপত্র ‘এল ইকুইপের’ মতে পিএসজির সমর্থকদের মধ্যে নাকি মেসির পারফরম্যান্স নিয়ে অসন্তোষ বাড়ছে। কারণ চলতি মওশুমে ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যেতে হয়েছে পিএসজিকে। 

মেসির সঙ্গে নয়া চুক্তির বিষয়ে উঠে এসেছে ইন্টার মিয়ামি, আল হিলালের মতন ক্লাবগুলোর নাম। এমনকি তার পুরনো ক্লাব বার্সেলোনাতেও তিনি ফিরতে পারেন বলে একটা জল্পনা রয়েছে। উল্লেখ্য এই বার্সেলোনা ক্লাব থেকেই পিএসজিতে গিয়েছিলেন মেসি। সম্পাদনা: এল আর বাদল

এলআরটি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়