শিরোনাম
◈ এনবিআর বিলুপ্তি করা হলো কেন, জানাল সরকার ◈ কোম্পানীগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা ও গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার ◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৮:৩৭ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৮:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিল্ডিং না করে ব্যাটিংয়ে নেমে আলোচনায় বিজয়

এনামুল হক বিজয়

স্পোর্টস ডেস্ক: পুরো দেশ জেনে গেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রোববার তার গ্র্যাজ্যুয়েশন কমপ্লিট করেছেন এবং সেটা দেশের অন্যতম নামী বেসরকরি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) থেকে। রোববার সমাবর্তন অনুষ্ঠানে সাকিব আল হাসান স্ব-শরীরে উপস্থিত ছিলেন। তবে সবাই সাকিবের কথা জানলেও সেই একই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনামুল হক বিজয়। প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলা বিজয়ও গ্রাজুয়েট হয়েছেন। কিন্তু সমাবর্তনে উপস্থিত হতে গিয়ে বিজয় আজ রোববার এক বিরল ঘটনারও জন্ম দিয়েছেন বিজয়। জাগোনিউজ২৪

নারায়নগঞ্জের ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে শাইনপুকুরের সাথে আবাহনীর ম্যাচে একটি বলও ফিল্ডিং না করে ব্যাটিংয়ে নেমে পড়েন বিজয়। সাধারণত ফিল্ডিং না করে ব্যাটিং করা যায় না। প্রথম থেকে ফিল্ডিং না করলে কাউকে ওপেন করতেও দেয়ার নজির নেই। কিন্তু একটি বলও ফিল্ডিং না করে ওপেনিংয়ে নেমে পড়া, অস্বাভাবিক ঘটনা বৈকি। এ নিয়ে সংবাদ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজয় কোন আইনে ফিল্ডিং না করেও ব্যাটিং ওপেন করলেন? ম্যাচ রেফারি আকতার আহমেদ শিপারের কাছে কারণ জানতে চাওয়া হলে, বিশেষ কোন কারণে ফিল্ডিং না করে ব্যাটিংয়ে নামার নজির আছে। কারো বাবা-মা পরলোক গমন করলে কিংবা বিশেষ কোন ইমার্জেন্সি থাকলে ফিল্ডিং না করেও ব্যাটিংয়ে নামা যায়। যেহেতু বিজয়ের কনভোকেশন ছিল, তাই আমরা তাকে স্পেশালি ছাড় দিয়েছি। 

আর সবচেয়ে বড় কথা প্রতিপক্ষ অধিনায়ক বা প্রতিপক্ষ দল শাইনপুকুরও কোন অবজেকশন দেয়নি। তাই বিজয় ওপেনিংয়ে নেমেছে। এদিন ফতুল্লায় ওপেন করতে নেমে ৪ ছক্কা ও এক বাউন্ডারিতে ৫৮ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেছেন। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়