স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই বড় ভুল করে আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের টিকিটে সফরকারী ইংল্যান্ডের ভুল পতাকা ব্যবহার করেছে বিসিবি। ইংল্যান্ডের পতাকার জায়গায় যুক্তরাজ্যের পতাকা দিয়ে টিকিট ছাপিয়েছে তারা।
ইংল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ড নিয়ে গঠিত যুক্তরাজ্য। যুক্তরাজ্যের অধীনস্থ চারটি দেশেরই রয়েছে আলাদা আলাদা পতাকা, স্পোর্টস ফেডারেশন। সাদা রঙের উপর লাল ক্রস চিহ্ন সম্বলিত পতাকা ইংল্যান্ড ব্যবহার করে থাকে। আইসিসির ওয়েবসাইটেও ইংল্যান্ডের মূল ছবি ব্যবহার করা হয়েছে। অথচ বিসিবির টিকিটে যুক্তরাজ্যর পতাকা দিয়ে ছাপানো হয়েছে।
টিকিটে ভুল এবারই প্রথম নয়। এর আগে, ২০১৮ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের টিকিটেও ভুল করেছিল বিসিবি। তাছাড়া ২০২১ সালের নভেম্বরে পাকিস্তান সিরিজে খেলা শুরুর সময়কেই পরিবর্তন করে বিসিবি। রিপোর্ট: সাঈদুর রহমান
এসআর/একে