শিরোনাম
◈ যে কারণে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৬ নেতাকর্মীর পদত্যাগ ◈ ব্লকেডে আটকা নগর ভবন, পঞ্চম দিনের মতো বিক্ষোভে ইশরাক সমর্থকরা ◈ নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য: মোস্তফা সরয়ার ফারুকী ◈ পা‌কিস্তা‌নের স‌ঙ্গে খেলা এড়া‌তে এশিয়া কাপ থে‌কে স‌রে দাঁড়া‌লো ভারত ◈ নুসরাত ফারিয়া গ্রেপ্তারকৃত মামলায় রয়েছে যেসব তারকার নাম! (ভিডিও) ◈ রিয়াল মাদ্রিদের জয়, হে‌রে গে‌লো বা‌র্সেলোনা  ◈ অনেক দেশ কেন বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ করেছে? (ভিডিও) ◈ নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ, জামিন শুনানি ২২ মে ◈ বিএনপি সরকারে এলে স্কুলশিক্ষার্থীদের কারিকুলামে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে : তারেক রহমান ◈ কো‌নোভা‌বেই বন্ধ হচ্ছে না ‘মব সন্ত্রাস', বাড়ছে আতঙ্ক, উদ্বেগ

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৩১ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাল কার্ড দেখে তিন ম্যাচ নিষিদ্ধ ক্যাসেমিরো

তিন ম্যাচ নিষিদ্ধ ক্যাসেমিরো

নিজস্ব প্রতিবেদক: ম্যানইউর ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো। চলতি মৌসুমেই রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন ক্যাসেমিরো। রিয়ালের হয়ে সম্ভাব্য সব ট্রফি জেতার পর এবার ক্যাসেমিরো নিয়েছেন নতুন চ্যালেঞ্জ। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রতি ম্যাচেই। শনিবারের (৪ ফেব্রুয়ারি) ম্যাচেও ৭০ মিনিটের আগ পর্যন্ত দারুণ খেলেছেন তরুন এই ফুটবলার।

ম্যাচের ৭০তম মিনিটে অ্যান্থনিকে ফাউল করাকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। একপর্যায়ে প্যালেসের হিউজের টুটি চেপে ধরেন ইউনাইটেডের ব্রাজিলীয় তারকা ক্যাসেমিরো। ভিএআরে ঘটনা দেখে ক্যাসেমিরোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

মারামারি করে লাল কার্ড দেখলে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় একটি খেলোয়াড়কে। যে কারনে সরাসরি লাল কার্ড দেখে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ক্যাসেমিরো। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়েছে এরিক টেন হাগ শিবির। ক্যাসেমিরোর লাল কার্ডের দিনে অবশ্য জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে ম্যানইউ।

ব্রাজিলিয়ান মিডফিল্ডার লাল কার্ড দেখার পর ১০ জনের দলে পরিণত হয় ম্যানইউ। কিছুক্ষণ পরই গোল হজম করে তারা। ৭৬ মিনিটে ক্রিস্টাল প্যালেসের হয়ে একমাত্র গোলটি করেন জেফরি শ্লাপ। শেষ অবধি পূর্ণ তিন পয়েন্ট নিয়ে স্বস্তিতে মাঠ ছাড়ে ম্যানইউ।

২১ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিন নম্বরে উঠেছে ম্যানইউ। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৪৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। ২০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। রিপোর্ট: রিয়াদ হাসান

আরএইচ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়